ওয়েব ডেস্ক: "বিশ্ব এক মহান নেতাকে হারাল। কমিউনিস্ট আন্দোলনের এক প্রকাণ্ড স্তম্ভ, ফিদেল কাস্ত্রো, শান্তিতে বিশ্রাম নিন", ফিদেল আলেজান্দ্রো কাস্ত্রো রুজের মৃত্যু শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরও পড়ুন- ফিদেলের জীবনের ১০ ঐতিহাসিক বসন্ত  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


 



 


 


'কমরেড তুমি ঘুমাও, আমরা জেগে আছি'... হাভানার কোনও এক ঠাণ্ডা ঘরে ফিদেলের শরীর ঘুমোচ্ছে। জাগছে কলকাতা। ঘুম নেই। ঘুম নেই। সর্বহারার একনায়কের শেষ মিছিলে 'লাল সেলামে'র কোরাসে গলা মেলাতে অপেক্ষা করছে কলকাতা। 'উই স্যালুট, রেড স্যলুট, রেড স্যালুট কমরেড', শেষবার ফিদেলের প্রতি শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই কিউবায় পৌঁছেছে ভারতের ছাত্র যুবরা। ফিদেলকে শ্রদ্ধা জানাতে কিউবায় যাবে একটি প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। থাকবেন সিপিআইএম পলিটবুরো সীতারাম ইয়েচুরি, কংগ্রেস নেতা আনন্দ শর্মা, সিপিআইয়ের সম্পাদক ডি রাজা প্রমুখ রাজনৈতিক ব্যক্তিত্বরাও।