ওয়েব ডেস্ক: সন্তোষ মিত্র স্কোয়ার। ওরফে লেবুতলা পার্ক। যেসব পুজো থিম পুজো শুরু করে তাদের অন্যতম। থিম দেখতেই ভিড় ভেঙে পড়তো এখানে। এবারের থিমেও চমক থাকছে প্রতিবারের মতোই। কী সেটা এখনও জানাতে চান না উদ্যোক্তারা। তবে ভূমিকম্পের ধ্বংসলীলাই থাকছে এঁদের থিমে। মন্ডপের ভেতরে তো বটেই বাইরে থেকেও দারুণ হবে লেবুতলা পার্কের পুজো, সন্দেহ নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রকৃতি ক্রমশই অস্থির হয়ে উঠছে। কেঁপে উঠছে বসুন্ধরা। ভয়াল ভূমিকম্পে তছনছ হয়ে যাচ্ছে আমাদের এই সাজনো পৃথিবী। ভূমিকম্পের এই বিপর্যয়কে পুজোর থিমে তুলে ধরছে সন্তোষমিত্র স্কোয়ার।


ভবানীপুর চৌষট্টি পল্লী- মাইকের চোঙ, অ্যালমুনিয়ামের বাসনকোসন দিয়েই তৈরি হচ্ছে আস্ত একটা মণ্ডপ। দেখলে সত্যিই তাক লেগে যায়। অভিনব এই মণ্ডপের কাজ দেখতে হলে আপনাকে যেতে হবে ভবানীপুর চৌষট্টি পল্লির পুজোয়।


ভবানীপুর পঁচাত্তর পল্লী- হাতির সাজে সেজে উঠছে মণ্ডপ। প্রবেশদ্বারেই দুই রাজহস্তী আমন্ত্রণ জানাবে আপনাকে। ভবানীপুর পঁচাত্তর পল্লীর পুজোয় এবার হাতির চমক।