লকডাউনের ছাড়ে বেশ কিছু দোকান, মদের দোকান ও সেলুন কি খুলছে? কী জানাল কেন্দ্র
এখন থেকে বেশ কিছু দোকান খোলা থাকবে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার।
নিজস্ব প্রতিবেদন: লকডাউনের এক মাস পেরিয়েছে। এখন থেকে বেশ কিছু দোকান খোলা থাকবে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার মধ্যরাতে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, শর্তসাপেক্ষে বেশ কিছু দোকান খোলা যাবে শনিবার থেকে। কিন্তু তার মধ্যে কি পড়ছে সেলুন, মদের দোকান?
নির্দেশিকায় কেন্দ্র স্পষ্টভাবে জানিয়েছে, সুরক্ষিত এলাকাগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের কিছু দোকান খোলা যাবে। কিন্তু সেই তালিকায় নেই সেলুন কিংবা মদের দোকান।
স্বরাষ্ট্রমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি বিবৃতিতে জানিয়েছেন, শুধু সেই সব দোকানগুলিকে ছাড় দেওয়া হচ্ছে, যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিস বিক্রি করে থাকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় কী উল্লেখ?
শপিং মল আগের মতোই থাকবে বন্ধ।
শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইনের আওতার দোকান খুলবে।
আবাসনের মধ্যে থাকা দোকানও খুলবে।
৫০ শতাংশ কর্মচারী থাকবেন দোকান।
গ্রামএলাকাগুলির ক্ষেত্রে বাজার খোলা যাবে।
পাড়ার দোকানগুলি খোলা যাবে।
তবে শহরগুলির ক্ষেত্রে শপিং মল বা বড় দোকান খোলা যাবে না।
দোকানে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা অর্থাত্ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।
তবে যে এলাকাগুলি হটস্পট কিংবা কনটেনমেন্ট এলাকাগুলিতে আগেই নির্দেশই বহাল থাকবে। অর্থাত্ সেইসব এলাকাগুলিতে ৩ মে পর্যন্ত লকডাউন চলবে। রেড জোন এলাকাগুলিতে কোনও ছাড় নেই।