ওয়েব ডেস্ক : ২১ জুলাই মঞ্চে নজর কাড়ল পরের প্রজন্ম। পরিকল্পনা থেকে পরিচালনা। শহিদ সমাবেশ দক্ষহাতে সামলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্যেও রাখলেন রাজনৈতিক পরিণতবোধের পরিচয়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুবারের সাংসদ। ২০১৪ থেকে যুব সভাপতি। ধীরে ধীরে দায়িত্ব বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ১ মাস আগে থেকেই শুরু হয়ে যায় জেলায় জেলায় প্রচার। সম্মেলনের দুদিন আগে থেকে সক্রিয় অভিষেকের ব্লু ব্রিগেড। দূরের জেলাগুলি থেকে আসা তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা থেকে মঞ্চের প্রস্তুতি। সবেতেই সবার আগে তিনিই।


৬ বছর ধরে প্রশ্নাতীত একাধিপত্য। ভোট জয়ের কোনও উপলক্ষ্যও নেই। তবু এবারের ২১ জুলাই স্পেশাল। বলছেন তৃণমূল নেতাকর্মীরাই। কারণ এবারই প্রথম সারিতে দেখা গেল পরের প্রজন্মকে। দায়িত্ব নিতে এগিয়ে এলেন অভিষেক।


আরও পড়ুন- কপালজুড়ে বঙ্গভঙ্গের প্রতিবাদ... ২১ জুলাইয়ের এক অন্য উদযাপন দেখল শহর