R G Kar News: আর জি কর-কাণ্ডের তিন মাস পার! আজ জনতার `দ্রোহের গ্যালারি`
R G Kar News: খুন-ধর্ষণের ৮৭ দিনের মাথায় সোমবার, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ ৯ নভেম্বর, আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার তিন মাস অতিক্রান্ত। তিন মাস পূর্তির দিনে ফের পথে নামছেন জুনিয়র ডাক্তার সহ বিভিন্ন সংগঠন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলের ডাক দিয়েছে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সেই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে চিকিৎসক সহ অন্যান্য নানা সংগঠন। অন্যদিকে, একই দিনে গণ কনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন । রাজপথে আজ জনতার 'দ্রোহের গ্যালারি'। ৯ নভেম্বর দুপুর ৩টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
আরও পড়ুন: Sovan Chatterjee: 'আজও মমতাদি যখন কিছু করেন...' জল্পনা বাড়িয়ে তৃণমূলের পথেই শোভন?
প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে খুন-ধর্ষণের ৮৭ দিনের মাথায় সোমবার, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এরই মধ্যে দুদিন সুপ্রিম কোর্টে শুনানি পিছনোর পর বৃহস্পতিবার স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এই প্রেক্ষাপটে শনিবার প্রতিবাদ মিছিলের ডাক জুনিয়ার চিকিৎসকদের।
আরও পড়ুন: Abhishek Banerjee: কলকাতা বাদে পিছিয়ে থাকা পুরসভায় রদবদল? মমতাকে রিপোর্ট অভিষেকের!
শনিবার পথে নামা নিয়ে প্রতিবাদী চিকিৎসক কিঞ্জল নন্দ একটি ফেসবুক লাইভে বলেন, 'অবিচারের ৯০টি দিন, বাংলার নগরে, গ্রামে, পথে প্রান্তরে মানুষ গর্জে উঠেছে অভয়ার ন্যায় বিচারের দাবিতে। ৯০ তম দিনে দাঁড়িয়েও অভয়া বিচার পাননি। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া যথেষ্ট প্রশ্নের অবকাশ রাখে। ওদিকে কলেজের পুনরায় ভয়ের রাজনীতির নিজেদের মৌরসিপাট্টা কায়েমের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বাংলার প্রত্যেক শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে গ্রাম এবং শহর,কারখানা থেকে খেত, হাসপাতাল থেকে রাজপথ - প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।' আজই রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি পালনের ডাক দিয়েছে অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। মিছিল শেষে এই কর্মসূচিতেও যোগ দেবেন জুনিয়র চিকিৎসকরা।