শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও মৌমিতা চক্রবর্তী: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রধানমন্ত্রী এসে ইভটিজারের মতো 'ও দিদি' বলে কটাক্ষ করেন, তখন নারীর সম্মান কোথায় থাকে'? রাষ্ট্রপতিকে কটূক্তি বির্তকে বিজেপিকে এবার পাল্টা আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর অভিযোগ,  'শুভেন্দু অধিকারীর বাবার বয়সী লোক অখিল গিরি। কাকের মতো দেখতে, হাফ প্যান্ট পরে! একজন বর্ষীয়ান মানুষকে লাগাতার প্ররোচনা দিয়েছে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ-র নাম নিয়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তাঁর মন্তব্য, 'কী রূপসী! কী দেখতে ভাল!আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা'?  অখিল গিরির পদত্যাগের দাবিতে পথে নেমেছে বিজেপি। কারা দফতরের প্রতিমন্ত্রীকে গ্রেফতারের আর্জি জানিয়ে জাতীয় মহিলার কমিশনে চিঠি দিয়েছেন দলের সাংসদ সৌমিত্র খাঁ। এমনকী, যে ভাষায় রাষ্ট্রপতির চেহারা নিয়ে মন্তব্য করেছেন অখিল গিরি, তার তীব্র নিন্দা করেছে তৃণমূলও। চাপের মুখে নিঃশর্ত ক্ষমা চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে চিঠি দিচ্ছেন অখিল। 


আরও পড়ুন: 'আমি তো নিজেই বিরাট কালো, কিন্তু নেত্রী আমায় ভালোবাসেন'


এদিন সাংবাদিক সম্মলনে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'সৌমিত্র খাঁ বড় বড় কথা বলছে! ওর স্ত্রী সুজাতা মণ্ডল যেদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে, সেদিন নিজের স্ত্রীকে অসম্মান করে প্রেস কনফারেন্স করে বলেছে, ডিভোর্সের চিঠি পাঠাচ্ছি, সই করে দাও। যে নিজের স্ত্রীকে রাজনীতিতে দলবদলের জন্য অসম্মান করে, তার মুখে নারী সম্মান'? তাঁর আরও বক্তব্য, 'অখিল গিরি যা বলেছেন, অন্যায় বলেছেন। তৃণমূল কংগ্রেস তা অনুমোদন করে না। কিন্তু যাঁরা নাটক করছেন, তাঁদেরও কোনও অধিকার নেই'।



এদিকে রাষ্ট্রপতিকে কটূক্তি বির্তকে রাজ্যপালকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'মন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার নেই অখিল গিরির'। জরুরিভিত্তিতে সাক্ষাতের সময় চেয়েছেন তিনি। 



এদিন জি ২৪ ঘণ্টাকে অখিল গিরি বলেন, 'ব্যক্তিগতভাবে একটা মঞ্চে দাঁড়িয়ে রাষ্ট্রপতির নাম নিয়েছি। কিন্তু তাঁকে কটাক্ষ করতে চাইনি। আমি কেবল তুলনা করেছি। শুভেন্দু অধিকারী তো বলেছেন আমাকে কাকের মতো দেখতে, হাফ মন্ত্রী ইত্যাদি। আমি এও বলেছি রাষ্ট্রপতিকে আমি সম্মান করি। দেখতে খারাপ এটা নিয়ে তো মন্ত্রী পদের কোনও যোগ নেই। এটা ক্রোধের বশে বেরিয়ে এসেছে'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)