জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর বেশি দেরি নেই।  কালীপুজো মিটলেই ফের ভোট! কবে? ১৩ নভেম্বর। বিজেপির পর এবার রাজ্যে ৬ আসনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূলও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Balurghat: ফের চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ! রোগীমৃত্যুতে ধুন্ধুমার পরিস্থিতি বালুরঘাটে...


উপনির্বাচনে তৃণমূল প্রার্থী
---
সিতাই- সঙ্গীতা রায়
মাদারিহাট-জয়প্রকাশ টাপ্পো
নৈহাটি- সনত্‍ দে
হাড়োয়া- শেখ রবিউল ইসলাম
মেদিনীপুর-সুজয় হাজরা
তালড্যাংরা- ফাল্গুনী সিংহবাবু



আরও পড়ুন:  South 24 Paragana: চলন্ত জিও গাড়িতে ভয়ংকর আগুন! পুড়ে ছাই একাংশ, আশঙ্কাজনক অবস্থায় যাত্রীরা...


ঘটনাটি ঠিক কী? জিতেছেন বেশিরভাগই, আবার হেরেছেনও কেউ কেউ। স্রেফ তৃণমূল নয়, চব্বিশের লোকসভা ভোটে রাজ্যে অনেকে কেন্দ্রেই দলের  বিধায়কদের প্রার্থী করেছিল বিজেপিও। 


যেমন, কোচবিহার। এই কেন্দ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা অমিত শাহের 'ডেপুটি' নিশীথ প্রামাণিককে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া। কোচবিহারেরই সিতাই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। আলিপুরদুয়ার কেন্দ্রে আবার জিতেছেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা।


সাংসদ হয়েছেন নৈহাটির বিধায়ক, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, বাঁকুড়ার তালড্যাংরায় তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। সঙ্গে মেদিনীপুরের বিধায়ক জুন মালিক ও উত্তর ২৪ হাড়োয়ার বিধায়ক হাজির নূরুল ইসলামও।  ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত অবশ্য বসিরহাটেরই সাংসদ ছিলেন নুরুল। এই ৬ কেন্দ্রে এবার উপনির্বাচন হবে। এর আগে, গতকাল শনিবারই ৬ আসনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি।


এদিকে লোকসভা হেরে গিয়েছিলেন রাজ্যের ৩ বিধায়ক। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বাগদার বিশ্বজিৎ দাস ও রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী। উপনির্বাচন হয়ে গিয়েছে। একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন তাঁরা। পরে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন লোকসভা ভোটে। ফলে বিধায়ক পদ থেকে আগেই ইস্তফা দিতে হয়েছিল ৩ জনকেই। উপনির্বাচনে এবার তৃণমূলের টিকিটের রায়গঞ্জে জিতেছেন কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণে র মুকুটমণি অধিকারী। বাগদায় অবশ্য টিকিট পাননি বিশ্বজিত্‍ দাস। জিতেছেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)