জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্ঘটনার কবলে তৃণমূল কংগ্রেসের দিল্লিগামী বাস। জানা গিয়েছে তৃণমূল কর্মীরা যে বাসে চেপে দিল্লি যাচ্ছিলেন, সেই বাস ঝারখণ্ডে দুর্ঘটনার কবলে পড়ে। ঝারখণ্ড থেকে বিহার ঢোকার সময় এই দুর্ঘটনা ঘটেছে। তড়িঘড়ি বাসটিকে কলকাতায় ফেরার নির্দশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে বাসগুলি রওনা দিয়েছিল দিল্লির উদ্দেশ্যে, তাঁরই মধ্যে একটি বাস রবিবার সকালে ঝারকন্ড থেকে বিহার ঢোকার সময় নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি অন্য একটি গাড়িতে ধক্কা মারে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: Lok Sabha Election 2024: ফেব্রুয়ারিতেই লোকসভা ভোট! জল্পনা উস্কে দিলেন শুভেন্দু


বাসে মূলত পুরুলিয়ার লোকেরা ছিলেন বলেও জানা গিয়েছে। তাঁরা ১০০ দিনের কর্মী বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে যে তাঁদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। যদিও কারোর আঘাতই বিশেষ গুরুতর নয় বলেও জানা গিয়েছে।


আহতদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সেখান থেকে বাসটি যাত্রী সহ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে।


আরও পড়ুন: Kolkata Fire: ইলিয়ট রোডের গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন


বকেয়া আদায়ের দাবি জানাতে দিল্লি যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে তাদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে। তার আগেই একের পর এক বাধা। প্রথমে ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তারপর যে ট্রেন ভাড়া করে ৩-৪ হাজার তৃণমূল কর্মী-সমর্থকদের দিল্লি যাওয়ার কথা ছিল সেই ট্রেন দিতে পারবে না বলে শেষ মূহুর্তে জানিয়েছে রেল। ফলে ৫০টি বাসে দিল্লি যাত্রা করেছেন তৃণমূল কর্মীরা। এবার বিমানও বাতিল। এনিয়ে তোলপাড় ঘাসফল শিবির।


প্রায় একশোও বেশি তৃণমূল কর্মী-সমর্থকের বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল। শনিবার সেই বেসরকারি উড়ান সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে টেকনিক্যাল কারণে ওই উড়ান বাতিল করা হয়েছে। ফলে আজ দিল্লি যেতে পারছেন না ওইসব তৃণমূলের কর্মী-সমর্থকেরা। এনিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।     


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)