নিজস্ব প্রতিবেদন: কোভিড বিধি (Covid Protocols) মেনে কি নির্বাচন, উপনির্বাচন করা সম্ভব, এ নিয়ে পাঁচ রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির মতামত জানতে চাইল নির্বাচন কমিশন (Election Commission)। তার উত্তর দিতে হবে ৩০ অগাস্টের মধ্যে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন,'কমিশন চিঠি দিয়ে মতামত জানতে চেয়েছে। আমার সময়ের মধ্যে তা জানিয়ে দেব।'      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের ৭ আসনে বাকি উপনির্বাচন (West Bengal By-Election)।কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এখনই উপনির্বাচনের পক্ষপাতী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু পশ্চিমবঙ্গেই নয় আরও ৪ রাজ্যে বাকি উপনির্বাচন। সেনিয়ে রাজনৈতিক দলগুলির মতামত জানতে চেয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ৩০ অগাস্টের মধ্যে মত জানাতে হবে। সূত্রের খবর, জবাবি চিঠিতে দ্রুত নির্বাচনের দাবি করবে তৃণমূল নেতৃত্ব। পরিসংখ্যান ও তথ্য দিয়ে জানানো হবে, রাজ্যে করোনার রেখচিত্র এখন নিয়ন্ত্রণে। সমস্ত কোভিড বিধি মেনে তাই নির্বাচন সম্ভব। প্রচারের জন্য ৭ দিন সময় দিলেই হবে।   


ভোটের আগে প্রার্থীদের মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে নির্বাচন হয়নি। আরও ৫টি কেন্দ্র দিনহাটা, ভবানীপুর, খড়দহ, শান্তিপুর ও গোসাবায় নির্বাচন করতে হবে। নন্দীগ্রামে পরাজিত হওয়ায় ৬ মাসের মধ্যে ভোটে জিতে আসতে হবে মমতাকে। ভবানীপুর কেন্দ্রটি শোভনদেব চট্টোপাধ্যায় মমতার জন্য ছেড়ে দিয়েছেন বলেই খবর। ইতিমধ্যেই উপনির্বাচন চেয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। একই দাবিতে রাজ্যেও নির্বাচন কমিশনের অফিসে যান। গত ২৩ জুন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজেও বলেছিলেন,'উপনির্বাচন যতটা তাড়াতাড়ি সম্ভব করা উচিত। কারণ কোভিড পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ৭ দিন প্রচারের সময় দিয়ে করতে পারে। বেশি সময় দেওয়ার দরকার নেই।'


আরও পড়ুন- UPSC-তে 'বাংলার ভোট হিংসা'! Zee ২৪ ঘণ্টার খবরে মমতা বললেন, BJP-র পার্টি অফিসে তৈরি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)