ওয়েব ডেস্ক: বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের বাংলায় ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। বলছে ২৪ ঘণ্টা-জিএফকে মোডের যৌথ সমীক্ষা। নারদ কাণ্ডে ভোট কিছুটা কমলেও সরকার গড়তে অসুবিধা হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের, বলছে সমীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৪ লোকসভা নির্বাচনের নিরিখে ভোটের হার



সমীক্ষা করা হয়েছে দুই পর্যায়ে।
প্রথমটি হয় নারদ স্টিং কাণ্ডের আগে।
দ্বিতীয় সমীক্ষাটি করা হয় নারদ স্টিং কাণ্ডের পর।



সমীক্ষায় প্রশ্নাবলীতে তুলে ধরা হয় রাজ্যের জোট পরিস্থিতির বিষয়টি।  রাজ্যের শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা, সড়ক-পরিবহন নিয়েও সমীক্ষা চালানো হয় গোটা রাজ্য জুড়ে। সেই পরিপ্রেক্ষিতেই জনতা রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। ২০১৬ নির্বাচনে কী হতে চলেছে ভোটের শতাংশ?