নিজস্ব প্রতিবেদন : বুধবার রাতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কালীঘাটে। থানা ঘেরাও করে দুই পক্ষই বিক্ষোভ দেখায়। একদিকে তৃণমূলের কুমার সাহা আরেকদিকে এলাকার কাউন্সিলর মঞ্জুশ্রী মজুমদারের ছেলে রাজা মজুমদার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তৃণমূলের এক পক্ষের অভিযোগ, রাজা মজুমদার এলাকায় তোলাবাজি করে বেড়ায়। মদ, জুয়া, গাজার ঠেক চলে এলাকায়। এই নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। এরা প্রত্যেকেই কুমার সাহার লোক বলেই এলাকায় পরিচিত। অন্যদিকে এদের আগেই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় রাজা মজুমদার।


আরও পড়ুন, ঊষসী সেনগুপ্ত হেনস্থায় সাসপেন্ড ১ সাব ইন্সপেক্টর, শো-কজ আরও ২ পুলিসকর্মীকে


যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজা মজুমদারের কাছ থেকে। তবে এলাকার বাসিন্দা, রাজা মজুমদারের ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর দাবি রাজার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। তাঁর পাল্টা অভিযোগ, কুমার সাহার ছেলেরাই এলাকায় মদ, জুয়ার ঠেক চালায়। পুলিসকে বারবার বলাও হয়েছে এই বিষয়ে। এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের দ্বন্দ্বে রাতে উত্তেজনা ছড়ায় এলাকায়।