নিজস্ব প্রতিবেদন:  তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উল্টোডাঙার বাসন্তী কলোনি। সংঘর্ষে জখম ১।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সোমবার সন্ধ্যায় আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে উল্টোডাঙার বাসন্তী কলোনি।এলাকারই দুই ক্লাবের মধ্যে শুরু হয় বচসা। তারপর তা থেকে হাতাহাতি। অভিযোগ, নেতাজি স্পোর্টিং ক্লাবের বেশ কয়েকজন সদস্য বাসন্তী কলোনির উন্নয়ন কমিটির সদস্যদের ওপর চড়াও হন। চলে বেপরোয়া কিল, চড়, ঘুষি।


‘উত্তরসুরী’ হিসাবে ইজাজকে ভারতে JMB-র প্রধান বানানোর প্রস্তাব দিয়েছিল কওসরই!


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উল্টোডাঙা থানার পুলিস। জানা গিয়েছে, দুপক্ষের সদস্যরাই তৃণমূলের সক্রিয় কর্মী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকার দখল নিয়েই দুপক্ষের সংঘর্ষ। সংঘর্ষে বাপি গোস্বামী নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই ঘটনায় কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি। সকাল থেকে এলাকার পরিস্থিতি থমথমে।