শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ২০২৪-এর লোকসভা ভোটের আগে তৃণমূলের পাখির চোখ পূর্ব ভারতে। ত্রিপুর, অসমের পর এবার মেঘালয়ে দলের ভিত শক্ত করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই লক্ষে এবার মেঘালয়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, আগামী ২৯ জুন মেঘালয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মেঘালয়ে তৃণমূলের সংগঠন তৈরি হওয়ার পর এই প্রথম উত্তর-পূর্বের রাজ্য সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০২৩-এ মেঘালয়ে বিধানসভার ভোট। তার আগে অভিষেকের এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


গত নভেম্বরের শেষের দিকে মেঘালয় কংগ্রেসের (Congress) ১৮ জন বিধায়কের মধ্যে ১২ জনই যোগ দেন তৃণমূলে (TMC)। সেই দলে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)