তৃণমূল মানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা
তৃণমূল মানে এসেছে সুদিন, দুঃশাসনের প্রতিকার;
তৃণমূল মানে রাম আর রহিম,
শিখ-খ্রিস্টান একাকার।
তৃণমূল মানে পেট ভরে ভাত,
খাদ্য-সাথীর আহ্বান,
তৃণমূল মানে সবুজ সাথীতে;
কন্যাশ্রীর জয়গান।
তৃণমূল মানে ছাত্র-যৌবন।
যুবশ্রীর নতুন সকাল
তৃণমূল মানে সুষম স্বাস্থ্য,
বিনাপয়সায় হাসপাতাল।
তৃণমূল মানে রায়বেঁশে ছৌ
মাটির গন্ধে বাউল গান;
তৃণমূল মানে কৃষকের ঘরে;
স্বপ্নে বোনা সবুজ ধান।
তৃণমূল মানে ‘এগিয়ে বাংলা’,
শিল্প, শিক্ষা, সংস্কৃতি
তৃণমূল মানে চার বছরেই
পূর্ণ সকল প্রতিশ্রুতি।