নিজস্ব প্রতিবেদন:  'কোনও প্রভাব পড়বে না। আমরা গ্যাপ ভরাট করে নেব।' শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) BJP-তে যোগদানের পর প্রতিক্রিয়া TMC সাংসদ সৌগত রায়ের (Sougata Roy)।  সদ্য BJP-তে যোগ দেওয়া নেতাকে মনে করিয়ে দিলেন, 'নন্দীগ্রামে (Nandigram) ৪০ শতাংশ মুসলিম ভোট। জিতবেন কী করে! সংখ্যালঘুরা ভোট দেবে না। জিততে কষ্ট হবে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজ্য সফরে Amit Shah, প্রতিবাদে পথে তৃণমূল, পোড়ানো হল কুশপুতুল


দীর্ঘ জল্পনার অবসান। মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে মেগা যোগদান পর্ব শেষ।  BJP-তে যোগ দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাতে তুলেন নিলেন পদ্মশিবিরের পতাকা। স্রেফ তিনি একা নন, এদিন দলবদল করলেন সাংসদ, বিধায়ক-সহ আরও ১০ জন হেভিওয়েট। নতুন দলের পতাকা হাতে নেওয়ার পর মঞ্চে শাহের (Amit Shah) পায়ে হাতে প্রণাম করতেও দেখা যায় একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিশ্বস্ত সৈনিককে। বলেন, 'আজকে পৃথিবীর সবচেয়ে বড় পার্টিতে যোগ দিলাম। জাতীয়তাবাদ, বহুত্ববাদ, দেশপ্রেমে বিশ্বাস করে এই দল। 'বসুধৈব কুটুম্বকম', 'সর্বজন হিতায় সর্বজন সুখায়' আদর্শ মেনে চলে।' অতীত সাক্ষাতের কথা উল্লেখ করে অমিত শাহকে (Amit Shah) 'বড়ভাই' বলেও সম্বোধন করেন তিনি। 


আর অমিত শাহ (Amit Shah)? শুভেন্দুকে পাশে পেয়ে ফের একবার বিধানসভা ভোটে ২০০-রও বেশি আসন জেতার হুঁশিয়ারি দেন তিনি। মমতা-কে (Mamata Banerjee) কটাক্ষ, 'ভোট যত এগিয়ে আসবে, দিদি, আপনি তত নিঃসঙ্গ হয়ে যাবেন।'  পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, 'অমিত শাহ মনে করেন টাকার জোরে, ক্ষমতার জোরে ২০০ আসনে জিতবেন! ভোটের ফল বেরোলেই বুঝতে পারবেন। তৃণমূলের জনভিত্তি আছে। শুভেন্দু বিশ্বাসঘাতকতা করেছে।'


আরও পড়ুন: একুশের ভোটে ২০০ বেশি আসন পাব, শুভেন্দুর BJP-তে যোগদানে আরও আত্মবিশ্বাসী Shah


উল্লেখ্য, BJP-তে যোগদানের আগে TMC কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  সেই চিঠিতে তিনি লিখেছেন, '২০২১-এর নির্বাচনের পশ্চিমবঙ্গ এক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে। একুশের নির্বাচনে আমরা যে সিদ্ধান্ত নেব তার প্রভাব আমাদের ওপরে পড়বে। আমার মনে হয়, এবার নতুন কিছু সিদ্ধান্ত নিতে হবে। নতুন রাস্তা ঠিক করে নিতে হবে। কয়েক দিন আগেই পঞ্চাশে পা দিয়েছি। অনেকে বলছেন, আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।'  শুভেন্দুর দলবদলের পর বঙ্গ রাজনীতির সমীকরণ কোনদিন মোড় নেয়, এখন সেদিকেই নজর সকলের।