আজ কালীঘাটে বসছে তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির বৈঠক
আজ কালীঘাটে বসছে তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির বৈঠক। প্রতি মাসেই এই বৈঠক বসলেও আজকের বৈঠকের অন্য তাতপর্য রয়েছে। সিঙ্গুরের মঞ্চ থেকে দলনেত্রী শিল্পবার্তা দিয়েছেন। সরকারের অবস্থান এখন অনেকটাই শিল্পমুখী। বর্তমান প্রেক্ষাপটে কেন শিল্প জরুরি, সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌছে দিতে জেলা সভাপতি ও মন্ত্রীদের নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়েব ডেস্ক: আজ কালীঘাটে বসছে তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির বৈঠক। প্রতি মাসেই এই বৈঠক বসলেও আজকের বৈঠকের অন্য তাতপর্য রয়েছে। সিঙ্গুরের মঞ্চ থেকে দলনেত্রী শিল্পবার্তা দিয়েছেন। সরকারের অবস্থান এখন অনেকটাই শিল্পমুখী। বর্তমান প্রেক্ষাপটে কেন শিল্প জরুরি, সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌছে দিতে জেলা সভাপতি ও মন্ত্রীদের নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন বিকেলে গ্রেফতার, আর রাতেই ছাড়া পেয়ে গেলেন এসএসকেএমের দালাল চক্রের মূল পাণ্ডা!
দল যাতে এই ক্ষেত্রে অন্তরায় না হয়, সেদিকেও সতর্ক থাকতে নির্দেশ দিতে পারেন তিনি। এর পাশাপাশি সম্প্রতি দলে যোগ দেওয়া নতুন নেতাকর্মীদের কীভাবে কাজে লাগানো হবে, সেব্যাপারেও দিক নির্দেশ করতে পারেন দলনেত্রী।
আরও পড়ুন ফের রাজধানী দিল্লিতে গণধর্ষণ