নিজস্ব প্রতিবেদন: দলীয় বিধায়কদের চাঁদা বাড়াল তৃণমূল কংগ্রেস (TMC)। আগে দলকে মাসে ১ হাজার টাকা চাঁদা দিতে হত। এবার বাড়িয়ে করা হল ২ হাজার টাকা। প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তা সরাসরি কাটা হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেতন, আনুষঙ্গিক ভাতা ও বিভিন্ন কমিটির বৈঠকে হাজিরা বাবদ মাসে ৬০ হাজারের বেশি পান বিধায়করা (TMC MLAs)। সেই বেতন থেকে দলের তহবিলে ২ হাজার টাকা চাঁদা দিতে হবে বিধায়কদের। এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। বলে রাখি, ২০০১ সাল থেকে তৃণমূল বিধায়কদের দলীয় তহবিলে ১০০০ টাকা দিতে হত। পরে দল ক্ষমতায় এসেছে। কেটে গিয়েছে ২০ বছর। কিন্তু চাঁদার অঙ্ক বাড়েনি। ২০২১ সালে তৃতীয়বার তৃণমূল সরকার প্রত্যাবর্তনের পর দ্বিগুণ হল চাঁদার অঙ্ক।     


ভবানীপুরের বিধায়ক পদ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর তৃণমূলের বিধায়ক সংখ্যা এখন ২১২। এর মধ্যে নতুন ৪৩ জন বিধায়কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়নি। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে শীঘ্রই। তার পর মে মাস থেকে হিসাব করে কেটে নেওয়া হবে চাঁদার অর্থ। 


আরও পড়ুন- নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা Mamata-র, শুক্রে শুনানি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)