নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতানেত্রীর বিরুদ্ধে যেদিন FIR করল পুলিস, সেদিনই পড়শি রাজ্যে রওনা দিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন। বিমানবন্দর দাঁড়িয়ে বললেন, 'ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টিকর বিদায় ঘন্টা বেজে গিয়েছে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ত্রিপুরায় গিয়ে দফায় দফায় 'হামলা'র মুখে পড়েন দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহারা। এরপর গ্রেফতার করা হয় তাঁদের। দলের 'আক্রান্ত' নেতাদের পাশে দাঁড়াতে ত্রিপুরা যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। খোয়াই থানায় দীর্ঘক্ষণ ধরনা দেন ডায়মন্ডহারবারের সাংসদ। ব্যক্তিগত বন্ডে তৃণমূল নেতাদের জামিন দিয়েছে আদালত। কলকাতায় ফিরেছেন সকলেই। জানা গিয়েছে,  পুলিসের কাজে হস্তক্ষেপের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR করেছেন খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেবশর্মা। বাদ যাননি দোলা সেন, ব্রাত্য বসু ও  কুণাল ঘোষের মতো তৃণমূল নেতারাও।


আরও পড়ুন: EXCLUSIVE: রোমে বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রিত মমতা বন্দোপাধ্যায়


এদিন বিমানবন্দর সাংসদ শান্তনু সেন বলেন, 'ত্রিপুরায় বিজেপির বিদায় ঘণ্টা বেজে দিয়েছে। ওদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সেকারণেই আমাদের নেতানেত্রীদের শারীরিক নিগ্রহ করছে, গাড়ি ভাঙচুর করছে, বেআইনিভাবে গ্রেফতার করছে'।  হুঁশিয়ারি দিলেন, 'আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। আগামী ১৭ মাস ত্রিপুরায় মাটি গেঁড়ে বসে থাকবে তৃণমূল। FIR করবে কি! এক ইঞ্চি জমিও ছাড়া হবে না'। 


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)