`GDP ১০ বছরে বেড়েছে ৫৩ শতাংশ, শিল্প বৃদ্ধির হারে দেশে পঞ্চম বাংলা,` জবাব TMC-র
`ভুল তথ্য দিয়েছেন Amit Shah`, উন্নয়ন নিয়ে তরজায় পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি খণ্ডন করলেন TMC MP Sougata Roy।
নিজস্ব প্রতিবেদন : রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) যা বলেছেন, তার আপাদমস্তক ভুলে ভরা। ভুল তথ্য দিয়েছেন অমিত শাহ। আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন সাংসদ (MP) সৌগত রায় (Sougata Roy)। পরিসংখ্যান তুলে ধরে একের পর খণ্ডন করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি।
কী বললেন সৌগত রায় (Sougata Roy)?
- ইতিমধ্যেই 'দুয়ারে সরকার' (Duare Sarkar) ১ কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।
- আমফান বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের তরফে পর্যাপ্ত সাহায্য মেলেনি।
- কেন্দ্রের কাছ থেকে রাজ্য ১৫ হাজার ৭২৩ কোটি টাকা পায়।
- বিগত ১০ বছরে বাংলার জিডিপি ৫৩ শতাংশ বেড়েছে।
- মাথা পিছু আয়ের নিরিখে বাংলা এগিয়ে।
- শিল্পখাতে উত্পাদন ৬০ শতাংশ বেড়েছে।
- শিল্প বৃদ্ধির হার ৩.১ শতাংশ।
- শিল্প বৃদ্ধির হারের নিরিখে দেশের মধ্য়ে বাংলার স্থান পঞ্চম।
- পাট শিল্পে এগিয়ে আছে বাংলা। সব মিল খোলা।
- পাট শিল্পকে আরও চাঙ্গা করতে রাজ্য সরকার ৬০ কোটি পাটের ব্যাগ কেনার সিদ্ধান্ত নিয়েছে। চাল কেনার জন্য এই পাটের ব্যাগ কেনা হবে।
- পরিষেবা ক্ষেত্রে ৬২ শতাংশ বৃদ্ধি হয়েছে।
- রাজ্যে বিদেশি বিনিয়োগ ২৪ গুণ বেড়েছে।
- ৯০ লক্ষ পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছেছে।
- ১১১৮ কিমি গ্রামীণ রাস্তা হয়েছে।
- স্বাস্থ্যসাথীর সুফল পেয়েছে ১.৪ কোটি পরিবার।
- হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধিতে বাংলা সর্বোচ্চ স্থানে।
- নার্সের সংখ্যা বেড়েছে ৫১ শতাংশ।
- রাজ্যে ৩০টি নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে।
- ১০০ শতাংশ বিদ্যালয়ে বিদ্যুত্ পৌঁছেছে।
- রাজ্যে মহিলাদের উপর সংঘটিত অপরাধ কমেছে।
আরও পড়ুন, অভূতপূর্ব সাফল্য, আগামী দিনের মডেল হবে দুয়ারে সরকার প্রকল্প: Mamata Banerjee