নিজস্ব প্রতিবেদন- বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ চড়ছে বাংলার রাজনীতির পারদ। কখনও বিজেপি, কখনও তূণমূল নেতাদের গরমাগরম বক্তৃতায় পরিস্থিতি যেন আরও উত্তপ্ত হয়ে উঠছে। এবার তৃণমূল ভবন থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। কেন্দ্রের একাধিক প্রকল্পের বাস্তব ভিত নিয়ে সওয়াল করলেন তিনি। সৌগত রায় বললেন, ''মেক ইন ইন্ডিয়া-য় বলা হয়েছিল 10 কোটি চাকরি হবে। এদিকে গত 45 বছরের মধ্যে এখন রেকর্ড বেকারত্ব দেখা গিয়েছে দেশে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি বাংলায় চালু করতে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এমন অভিযোগ বারবার করে বিজেপি শিবির। এদিন সেই অভিযোগের পাল্টা দিয়ে সৌগত রায় বলেছেন, ''প্রধানমন্ত্রীর এই প্রকল্পে বলা হয়েছিল কৃষকদের আয় দ্বিগুণ হবে। কিন্তু পরিসংখ্যান বলছে 2028- এর আগে গোটা দেশে কৃষকদের রোজগার দ্বিগুণ হবে না। স্মার্ট সিটি প্রকল্প অনুযায়ী, 2020-র মধ্যে ১০০ টা স্মার্ট সিটি হওয়ার কথা ছিল। কিন্তু অধিকাংশ প্রকল্প এখনও শেষই হয়নি। বন্দে ভারত ট্রেন প্রথম ট্রিপের পরেই খারাপ হয়ে যায়। কেন্দ্রীয় সরকার তার লক্ষমাত্রা পূরণ করতে পারেনি। কেন্দ্রীয় সরকারের যে সব প্রকল্প শুরু করেছিল তার কোনটাতেই তারা লক্ষমাত্রায় পৌঁছাতে পারেনি।''


আরও পড়ুন-  ''কোলে চড়ে রাজনীতি হয় না'', ফের 'ভাইপো' ডেকে আক্রমণ দিলীপ ঘোষের


গরু ও কয়লা পাচার কাণ্ড নিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়ছে বলে দাবি করেছিল গেরুয়া শিবির। তবে এদিন সেই দাবি উড়িয়ে তৃণমূল সাংসদ বলেন, গরু পাচার আটকানো তো আর রাজ্য পুলিসের কাজ নয়। বিএসএফ ঠিক করে কাজ করছে কি না তা দেখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাজ। তার মানে তিনি ও বিএসএফ নিজের কাজ ঠিক করে করছে না। তিনি কারণ-অকারণে এই রাজ্যে এসে লোকের বাড়িতে খেতে বসে পড়ছেন। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভাইপো ডেকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, কোলে চড়ে রাজনীতি হয় না। দিলীপ ঘোষকে সেই বক্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন,'' দিলীপ ঘোষের থেকে অভিষেকের রাজনৈতিক অভিজ্ঞতা বেশি। ২০১৫ সালের আগে দিলীপ ঘোষ তো কোনও নির্বাচনেই দাঁড়াননি। অভিষেক সাংসদ হিসাবে ওঁর থেকে অভিজ্ঞ।''