''কোলে চড়ে রাজনীতি হয় না'', ফের 'ভাইপো' ডেকে আক্রমণ দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ এদিন কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন, ''ওঁর হাতে প্রমাণ থাকলে সিবিআইকে দিক। পুলিস ওঁকে গ্রেফতার করেছিল। তাই কষ্ট হচ্ছে হয়তো।'' 

Updated By: Jan 13, 2021, 01:20 PM IST
''কোলে চড়ে রাজনীতি হয় না'', ফের 'ভাইপো' ডেকে আক্রমণ দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিবেদন- সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির দাবি করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক ডেকে শোভনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছিলেন তিনি। বুধবার সকালে ইকো পার্ক থেকে কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন, ''ওঁর হাতে প্রমাণ থাকলে সিবিআইকে দিক। পুলিস ওঁকে গ্রেফতার করেছিল। তাই কষ্ট হচ্ছে হয়তো।'' 

এদিন দিলীপ ঘোষ ফের ভাইপো ডেকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 

প্রশ্ন- হাওড়ায় কি কোনও গুরুত্বপূর্ণ নেতা জয়েন করছে?
দিলীপ ঘোষ - আমার জানা নেই কে জয়েন করছে!

প্রশ্ন- শুভেন্দু অধিকারী বলেছেন বাম-কংগ্রেসে ভোট পড়লে অসুবিধা নেই।
দিলীপ ঘোষ - কে কি বলেছে আমি জানি না। বাংলার মানুষ বিজেপিকেই ভোট দেবে। ২৮০টি আসনে বিজেপি জিতবে।

প্রশ্ন- কৃষি আইনের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল...।
দিলীপ ঘোষ - তৃণমূল এতদিন নামেনি কেন! বাংলার কৃষকরা মোদীজির সঙ্গে আছেন, দিদির সঙ্গে নেই। মমতা ব্যানার্জি একটা ছোটো পদযাত্রা করেছিলেন। কলকাতায় লোক ওঁর সঙ্গে নেই। দালালরা আছেন। সেই জন্য ওঁর হিম্মত নেই নামার। আমি তো চ্যালেঞ্জ করছি, ১০ হাজার কৃষকের মিছিল করে দেখান কলকাতায়। আমরা ৫০ হাজার কৃষকের মিছিল করে দেখাব।

প্রশ্ন- কুণাল ঘোষ শোভন প্রসঙ্গ নিয়ে বলছেন, চিটফান্ডদের একই মঞ্চে দিলীপ ঘোষ রাখছেন কেন?
দিলীপ ঘোষ - সেটা তো পার্টি ঠিক করবে কী হবে না হবে! ওঁকে পুলিশ ধরল বলে হয়তো কষ্ট হচ্ছে।

প্রশ্ন- বারবার ট্যাংরাতে মার খাচ্ছে বিজেপি। কী বলবেন!
দিলীপ ঘোষ - সারা বাংলাতেই মার খাচ্ছে। আর বেশিদিন মারার ক্ষমতা নেই। কিছু অ্যান্টিসোশ্যাল লাগিয়ে রেখেছে তৃণমূল।

প্রশ্ন- অভিষেক বন্দোপাধ্যায় বলছেন, মিছিলে যা লোক হয়েছে তাতে বিরোধীদের ১০ গোল দিয়ে দিয়েছি। 
দিলীপ ঘোষ - কে কাকে গোল দেবে জানাই আছে। অভিজ্ঞতা কম। অনেকবারই অনেক কিছু বলেন। পরে দেখা যায় সেগুলো উল্টে গিয়েছে। আর একটু শিখতে হবে রাজনীতি। কোলে চড়ে রাজনীতি করা যায় না। 

প্রশ্ন- জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন বিজেপির ৭জন এমপি জয়েন করার জন্য তৃণমূলে পা বাড়িয়ে রেখেছেন। 
দিলীপ ঘোষ - ওঁর কথা, কল্যাণ ব্যানার্জির কথা মানুষ আজকাল গুরুত্ব দেয় না। নিজের এমএলএ সিট বাঁচিয়ে নিলে অনেক হবে। এইসব বলে দিদিমণির মন রাখার চেষ্টা করছেন। 

প্রশ্ন- আজকে কমিশনার কলকাতায় আসছেন, ..
দিলীপ ঘোষ - রুটিন বৈঠক চলবে। তাঁরা জানেন পশ্চিমবঙ্গের এখনকার পরিস্থিতি কেমন!

প্রশ্ন- কেন্দ্রীয় বাহিনী আপনারা কবে থেকে চাইছেন?
দিলীপ ঘোষ - আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব হোক। ফেব্রুয়ারি থেকে আসুক।

প্রশ্ন- সৌগত রায় বলছেন, বিবেকানন্দকে পুরো দখল করে নিয়েছে বিজেপি!
দিলীপ ঘোষ - ওঁরা তো পুরো বাংলা দখল করে বসে আছেন। বয়স হয়েছে তো ভুলেই যান। রবীন্দ্রনাথকে কীভাবে ইউজ করেছেন! বিশ্বভারতীকে ভেঙে দিচ্ছেন। আবার বুকে ফটো নিয়ে হাঁটছেন।

.