নিজস্ব প্রতিবেদন: অমিত শাহকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে হাজির স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সাকালে এমন দৃশ্য দেখা গেল দমদম বিমানবন্দরে। মোদী রূপে অমিত শাহের আগমনের বিরোধিতায় সরব হন তৃণমূল প্রভাবিত মতুয়া সংগঠন। এদিনের বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বনগাঁর সাংসদ মমতা ঠাকুর। তবে বিমানবন্দরে তাঁদের মিনিট চারেকের বেশি দাঁড়াতে দেয়নি সিআইএসএফ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সকাল ৯টা নাগাদ দমদম বিমানবন্দরের টার্মিনালের প্রবেশদ্বারের সামনে পৌঁছয় একটি হুডখোলা গাড়ি। গাড়িতে ছিলেন বনগাঁর সাংসদ মমতা ঠাকুর। সঙ্গে ছিলেন মোদীর সাজে ২ ব্যক্তি। তাঁদের গলায় ছিল ব্যানার। তার একটিতে লেখা, শিলচর বিমানবন্দরের ঘটনার জন্য আমি সমগ্র বঙ্গবাসীর কাছে ক্ষমতাপ্রার্থী। 


অমিত শাহের সভাস্থলে তৃণমূলের পোস্টার, রাস্তার দু'ধার কাপড় দিয়ে ঢাকল বিজেপি


তৃণমূল সাংসদ মমতা ঠাকুর সংবাদমাধ্যমকে বলেন, ওপারবাংলা থেকে যাঁরা এসেছেন তাঁরা উদ্বাস্তু হয়ে এদেশে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের হয়ে আমরা লড়াই চালাচ্ছিলাম লড়াই চালাবো। 


অসমে NRC-র খসড়া তালিকায় যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের সঙ্গে কথা বলতে গত ২ অগাস্ট শিলচরে গিয়েছিল তৃণমূলের একটি প্রতিনিধিদল। তবে ১৪৪ ধারার কারণ দেখিয়ে তাঁদের বিমানবন্দরের বাইরে পা রাখতে দেয়নি সেরাজ্যের প্রশাসন। এই ঘটনায় 'সুপার ইমারজেন্সি' চলছে বলে সোচ্চার হয় তৃণমূল।