Santanu Sen: হাতে মেয়ের সার্টিফিকেট! `একবারেই নিট পাস করেছে`, সুকান্তকে কড়া জবাব শান্তনুর
`আমি এখনও নিয়মিত প্র্যাকটিশ করি। একজন Consultant Radiology প্র্যাকশনারের মাসে কত রোজগার হতে পারে, বাজার থেকে জেনে নেবেন`।
মৈত্রেয়ী ভট্টাচার্য: 'প্রতিবছর ফার্স্ট হয়েছে, একবারেই নিট পাস করেছে'। মেয়ে সৌমিলির সা্টিফিকেট দেখালেন রাজ্য়সভার তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর পালটা অভিযোগ, 'রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। নিট পাস না করলে ডাক্তারির পড়ার সুযোগ মেলে না'।
ডাক্তারিতে রাজ্যস্তরের জয়েন্ট এখন আর নেই। যাঁরা MBBS-এ ভর্তি হতে চান, তাঁদের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (NEET) বসতে হয়। সেই পরীক্ষায় পাস করলে, তবেই ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া যায়। রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন পেশায় চিকিৎসক। MBBS-এ ভর্তি হয়েছেন মেয়ে সৌমিলিও। কীভাবে? এদিন সাংসদ কন্যার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
চুপ করে থাকলেন না তৃণমূল সাংসদ শান্তনু সেনও। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে মেয়ের নিট পাশের সার্টিফিকেট নিয়ে হাজির হন তিনি। বলেন, 'আমি এখনও নিয়মিত প্র্যাকটিশ করি। একজন Consultant Radiology প্র্যাকশনারের মাসে কত রোজগার হতে পারে, বাজার থেকে জেনে নেবেন। আমার স্ত্রী চক্ষু বিশেষজ্ঞ। এখনও নিয়মিত চোখের অপারেশন করে, রোগী দেখে। একজন চক্ষ বিশেষজ্ঞের কত রোজগার হতে পারে, দেখে নেবেন'। তৃণমূল সাংসদের আরও বক্তব্য, 'আমরা বুক ফুলিয়ে প্র্যাকটিস করি, নীতি নিয়ে রাজনীতি করি। আমার যা আছে, সব সংসদের হলফনামা দেখানো আছে। যে কেউ যখন ইচ্ছা দেখে নিতে পারেন, জেনে নিতে পারেন'।
এর আগে, মন্ত্রী অখিল গিরি ছেলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। জনসভায় বলেছিলেন, 'দেখতে পাচ্ছেন অখিলবাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ; সে আবার বড় নেতা, সে তো গ্র্যাজুয়েটও নয়, অথচ কাঁথি কলেজের সভাপতি’। কেন এমন মন্তব্য? আইনি নোটিশ পাঠিয়ে বিরোধী দলনেতার কাছে জবাব তলব করেছেন অখিলপুত্র সুপ্রকাশ গিরি। সঙ্গে হুঁশিয়ারি, '৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ দিতে পারলে ধরে নেওয়া হবে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ এনে সুপ্রকাশের সম্মাহানির চেষ্টা করেছেন শুভেন্দু'!