প্রবীর চক্রবর্তী: বহুবার প্রকাশ্যে মন্তব্য করে এবার বিপাকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সপ্তাহ খানেক আগেই বলেছিলেন, রাজ্যে একজন ফুলটাইম পুলিসমন্ত্রী চাই। এবার তাঁকে শোকজ করল তৃণমূল কংগ্রেসের পরিষদীয় শৃঙ্খলাভঙ্গ কমিটি। তিন দিনের মধ্যে ওই শোকজের জবাব দিতে হবে হুমায়ুনকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাজ্যে একজন ফুলটাইম পুলিসমন্ত্রী চাই, অভিষেককে নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর


তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে শৃঙ্খলাভঙ্গ কমিটিকে ভেঙে তিন ভাগ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একটি ছিল বিধানসভাভিত্তিক শৃঙ্খলা কমিটি। ওই কমিটিতে রয়েছেন ববি হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশীস কুমার, শোভনদেব চট্টোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য। আজ বিধানসভায় তাঁর ঘরে কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে বৈঠক করেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই বৈঠকেই হুমায়ুন কবীরকে শোকজের সিদ্ধান্ত হয়েছে। সেই চিঠি যাচ্ছে ভারতপুরের বিধায়কের কাছে। চিঠিতে লেখা হয়েছে বারবার যেভাবে শৃঙ্খলা ভেঙে মন্তব্য করা হচ্ছে সেখানে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন ওই কাজ তিনি করেছেন তার জবাব দিতে হবে চিঠি হাতে পাওয়ারক তিন দিনের মধ্যেই।


এদিকে, হুমায়ুন কবীর জানিয়েছেন, শোকজ করার পূর্ণ অধিকার রয়েছে দলের। শোকজের চিঠি হাতে পেলেই জবাব দেওয়া হবে। যেসব পয়েন্টে শোকজ করা হয়েছে তার জবাব যথাযত সময়েই দেব।


উল্লেখ্য়, গত ১৮ নভেম্বর হুমায়ুন কবীর বলেন রাজ্যের যে মন্ত্রিসভা রয়েছে তা মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই চলুক। আগামী নির্বাচন আমরা মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াই করব। চতুর্থবারের জন্য ফের মমতা বন্দ্য়োপাধ্য়ায় মুখ্যমন্ত্রী হোন। কিন্তু তাঁর ডেপুটি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রাখছি। সেইসঙ্গে পুলিসমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যাকে চেয়েছি।


ওই মন্তব্যের সপ্তাহখানেক আগেই হুমায়ুন মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী করা হোক। এইসব মন্তব্যই শুধু নয় সম্প্রতি তিনি দলের নেতাদের নিয়ে প্রশ্ন তোলেন, কে কতগুলো পদ নিয়ে বসে রেয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়েই হুমায়ুন কবীরকে দল বিরোধী কাজ, শৃঙ্খলাভঙ্গের দায়ে কারণ দর্শাতে বলা হয়েছে। ওই শোকজের উত্তর দিলে হুমায়ুনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা বিবেচনা করে দেখবে দল। অন্যদিকে, তিনি যদি জবাব না দেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তাঁকে সাসপেন্ডও করা হতে পারে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)