Kunal Ghosh Song: `লাটে উঠছে ঠাকুর দেখা, গাড়ির ট্যাঙ্ক ফুল্টু ফাঁকা`, এবার প্রতিবাদী গান গায়ক কুণালের
বিজেপি বিধায়ক অসীম সরকার তাঁকে গানে গানে আক্রমণ করেন। সম্প্রতি সারদা কর্তা সুদীপ্ত সেনের মুখে শুভেন্দু অধিকারীর কথা উঠে আসতেই তাঁকে গ্রেফতারের দাবি করে তৃণমূল কংগ্রেস। অসীম এনিয়ে গান বেঁধে কুণালকে আক্রমণ করেন
প্রবীর চক্রবর্তী: সাংবাদিক, লেখক, রাজনীতিকের পর এবার গায়ক কুণাল ঘোষ। সামনেই পুজো। বাজারদর নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। কিন্তু দেশজোড়া একযোগে কোনও প্রতিবাদ নেই। তবে গত এক বছর ধরে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ আমজনতা। পেট্রোল-ডিজের মূল্যবৃদ্ধি নিয়ে তরজা রাজনৈতিক দলগুলি। এবার পুজোর আগের পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মাথাব্যথার কথা তুলে গানে গানে তুলে ধরলেন কুণাল ঘোষ। দক্ষিণ কলকাতার এক স্টুডিয়োয় আজ সেই গান রেকর্ড করেন কুণাল। গানটিতে রয়েছে তেলের দাম এমন জায়গায় উঠে থাকলে পুজোয় সাধারণ মানুষের চলবে কী করে। কী রয়েছে গানের কথায়? কুণাল গেয়েছেন, তেলের দামে লাগছে ছ্যাঁকা/ লাটে উঠছে ঠাকুর দেখা/গাড়ি ট্যাঙ্ক ফুল্টু ফাঁকা/তেল ভরিয়ে দে মা ঊমা/ তেল ভরিয়ে দে/ নইলে দাম কমিয়ে দে।
আরও পড়ুন-ভয়ংকর হড়পা বান ও ধস হিমাচলে! মৃত্যু ৩, নিখোঁজ অনেকেই
তেলের দাম বৃ্দ্ধি নিয়ে বরাবরই কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। তেলের দাম রোজই মধ্যরাতে নির্ধারিত হয়। তা ঠিক করা হয় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপরে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি তেলের দামে আরও আগুন লাগিয়েছিল। রাশিয়া থেকে তেল সরবারহ ঠিক রেখে পরিস্থিতি কিছুটা সামাল দিয়েছিল ভারত। কিন্তু বিরোধীদের প্রশ্ন ছিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে পেট্রোল-ডিজেলের দাম কমে না কেন? কিছুটা চাপে পড়েই তেলের উপর থেকে শুল্ক কমিয়ে দাম কিছুটা কম করেছে কেন্দ্র। বাকীটা এবার রাজ্যগুলির হাতে।
উল্লেখ্য, রিরোধীদের নিশানা করতে গিয়ে তাদের চাঁচাছোলা ভাষায় নিশানা করেন কুণাল ঘোষ। অনেক সময় তাঁর কথা দলের কাছেও কড়া মনে হয়েছে। সম্প্রতি পার্থর গ্রেফতারের পর দলের নেতার বিরুদ্ধেই বিষদগার করে বসেন তৃণমূল মুখপাত্র। তবে সম্প্রতি গানে গানেই বিজেপির আক্রমণের নিশানা করেন তিনি। বিজেপি বিধায়ক অসীম সরকার তাঁকে গানে গানে আক্রমণ করেন। সম্প্রতি সারদা কর্তা সুদীপ্ত সেনের মুখে শুভেন্দু অধিকারীর কথা উঠে আসতেই তাঁকে গ্রেফতারের দাবি করে তৃণমূল কংগ্রেস। অসীম এনিয়ে গান বেঁধে কুণালকে আক্রমণ করেন। এর পাল্টা দিতে গিয়ে কুণাল লেখেন, অসীম সরকার, তোমাকেই তো দরকার। তোলাবাজ শুভেন্দুর তুমিই নাকি মোক্তার।