Bhabanipur By Poll: সকাল সকাল ভবানীপুরে প্রিয়াঙ্কাকে ঘিরে `জয় বাংলা` স্লোগান, `গণতান্ত্রিক অধিকার`, বললেন ফিরহাদ
বিজেপি প্রার্থীকে ঘিরে `জয় বাংলা` স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকেরা।
নিজস্ব প্রতিবেদন- ভবানীপুরে বুধবারও সকাল থেকেই প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে চেতলা এলাকায় আজও প্রচার করেন ববি হাকিম। ৩০ সেপ্টেম্বর, ভবানীপুরে উপনির্বাচন। তারই প্রচারে জোরকদমে নেমেছে সবপক্ষই। কথার লড়াইয়ে এক শিবির অন্য শিবিরকে টেক্কা দিচ্ছে। বুধবার সকালে প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রচার করতে নামলে তাঁকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে ও জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকরা। বুধবার সকালে বৃষ্টি মাথায় নিয়েই ভবানীপুরের যদুবাবুর বাজার থেকে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রচার চলাকালীন স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রের সামনে তাঁকে দেখেই জয় বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লেগান দিতে থাকেন তৃণমূল সমর্থকে।
এদিকে বুধবার সকালে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার নামেন ফিরহাদ হাকিম। চেতলায় নিজের এলাকায় ডোর টু ডোর ক্যাম্পেন করেন ফিরহাদ। তার মাঝেই প্রিয়াঙ্কাকে ঘিরে তৃণমূল কর্মীদের স্লোগানের উত্তর দেন ফিরহাদ। তিনি বলেন, 'স্লোগান দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। মানুষ কাকে সমর্থন করবেন, কাকে ভোট দেবেন, কার নামে স্লোগান দেবেন, সেটা তাঁরাই ঠিক করবেন'। বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে চলা প্রচারের ফাঁকে তিনি আরও বলেন, 'আমরা মানুষের দরবারে যাব। মানুষ ভোট দেবে। কুত্সা বাংলার মানুষ পছন্দ করেন না। আমার বিরুদ্ধেও কুত্সা করা হয়েছিল। মানুষ তার জবাব দিয়েছেন'।
আরও পড়ুন: Bhabanipur By-poll: মমতার মনোনয়ন বাতিলের দাবি, কমিশনের দ্বারস্থ বিজেপি
ভোটের দিন ঘোষণার পর থেকেই লাগাতার প্রচার চালাচ্ছে তৃণমূল। বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে পথে নেমেছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। বেলা বাড়লেই প্রচারে নামবেন সুব্রত মুখোপাধ্যায়ও। তৃণমূলের দাবি, ফল কী হতে চলেছে তা মানুষ জানে। তবু এলাকাবাসীকে অনুরোধ করছেন, ভোটটা সকাল সকাল দিয়ে দিতে।