Mamata Banerjee: `আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব`, শেষবেলায় উপনির্বাচনের প্রচারে মমতা!
Mamata Banerjee: বিধায়করা এখন সাংসদ। রাজ্যের ৬ বিধানসভাকেন্দ্রে এবার উপনির্বাচন। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, তালড্যাংরা আর মেদিনীপুর। কবে? ১৩ নভেম্বর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: '৩৬৫ দিন আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব'। রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জেতানোর আহ্বান জানালেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আপনাদের ভোটটা দয়া করে আপনারা তৃণমূল কংগ্রেস দেবেন। জোড়াফুলকে দেবেন, তাতে আপনার এলাকার উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে'।
আরও পড়ুন: Suvendu Adhikari : CCTV ক্যামেরা বসানোয় কাটমানি TMC-র , বিস্ফোরক অভিযোগ শুভেন্দু
ঘটনাটি ঠিক কী? বিধায়করা এখন সাংসদ। রাজ্যের ৬ বিধানসভাকেন্দ্রে এবার উপনির্বাচন। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, তালড্যাংরা আর মেদিনীপুর। কবে? ১৩ নভেম্বর।
এদিন তিন দিনের সফরে দার্জিলিংয়ে গেলেন মুখ্যমন্ত্রী। দমদম বিমানবন্দরে তিনি বলেন, '১৩ তারিখ ছয়টা উপনির্বাচন আছে। এই ছয়টি কেন্দ্রের সকল মা-ভাই-বোনেদের কাছে আবেদন করব, বাংলার সবসময় আপনাদের সাথে আছে, পশ্চিমবঙ্গ সরকার এবং মা-মাটি-মানুষ। ৩৬৫ দিন আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের ভোটটা দয়া করে আপনারা তৃণমূল কংগ্রেস দেবেন। জোড়াফুলকে দেবেন, তাতে আপনার এলাকার উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে'।
আরও পড়ুন: RG Kar Case: সন্দীপ ঘোষদের 'বেআইনিভাবে আটকে রাখা'! গুরুত্বই দিল না হাইকোর্ট...
যে ৬ আসনে উপনির্বাচন হবে, তারমধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাট বাদে সবকটি আসনই ছিল তৃণমূলের দখলে। মুখ্যমন্ত্রী বলেন, 'আপনাদের কাছে কৃতজ্ঞ জানাই যে আপনারা সংসদীয় নির্বাচনে আমাদের প্রার্থীদের জিতিয়েছেন। তাঁরা তাদের মতে কাজ করছেন সবে শুরু করেছেন। আরও করবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)