প্রবীর চক্রবর্তী: এবছর ২১ জুলাই হবে 'বিজয় উৎসব'। পঞ্চায়েত ভোটের আগেই ঘোষণা করে দিল তৃণমূল। শুধু তাই নয়, ধর্মতলায় সমাবেশের পোস্টার প্রকাশ করা হল দলের মুখপত্র 'জাগো বাংলা'য়। রাজ্যের পঞ্চায়েত ভোট ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কবে ভোট? ৮ দুলাই এক দফাতেই। হাইকোর্টের নির্দেশে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় চলছে রুটমার্চও। ১১ মার্চ ভোটের ফল ঘোষণা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mamata Banerjee: 'ভগবানের কৃপায় ও মেডিক্যাল টিমের প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠছি'


এদিকে যে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট সেই মাসেই তৃণমূলের শহিদ দিবস। প্রতিবছর ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করে রাজ্যের শাসকদল। এবার যখন সমাবেশ হবে, ততদিনে ভোটের ফল ঘোষণা হয়ে যাবে। তৃণমূলের দাবি, পঞ্চায়েত ভালো ফল করবে। রেকর্ড জমায়েত হবে ধর্মতলায়। বস্তুত, পঞ্চায়েত ভোটের আবহেও ২১ জুলাইয়ের প্রস্তুতিও চলছে ঘাসফুল শিবিরে। কী করতে হবে? নির্দেশ পৌঁছে গিয়েছে জেলায় জেলায়।



কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'তৃণমূল করতে পারে, সেটা তৃণমূলের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। আগামিদিনে প্রমাণ হবে। তৃণমূলের সাধারণ কর্মীদের মধ্যে হতাশা-নিরাশা বিরাজ করছে। সারা বাংলায় জুড়ে  তৃণমূল দল ভাঙছে। মানুষের তৃণমূলের প্রতি মোহমুক্ত ঘটছে'। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, 'তৃণমূল কংগ্রেসের জয় বা পরাজয় নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ চিন্তিত নয়। তারা বিজয় উৎসব করুক। কিন্তু যেতে হবে দিল্লি নয়, মহাপ্রস্তানের পথে'।


আরও পড়ুন:  Firhad Hakim: ‘অনুব্রত সঙ্গে নেই, কর্মীরা আছে’ নমাজ শেষে বিরোধীদের সতর্কবার্তা ফিরহাদের...


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)