জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: অলচিকিতেও! লোকসভা ভোটে এবার ৬ ভাষা ইশতেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল। কবে? আাগামীকাল, বুধবার।  'একমাত্র তৃণমূলই অলচিকি ভাষায় ইশেতেহার প্রকাশ করছে', দাবি রাজ্যের শাসকদলের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Nisith Pramanik: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয় থামিয়ে তল্লাশি পুলিসের!


তখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। ব্রিগেডের সভা থেকে রাজ্যের ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব়্যাম্পে হাঁটতেও দেখা গিয়েছিল প্রার্থীদের। কবে? ১০ মার্চ। প্রচার চলছে জোরকদমে। ইশতেহার প্রকাশ করা হবে আগামিকাল, বুধবার।


কী থাকবে  ইশতেহারে? সূত্রের খবর, তৃণমূল জমানায় বিগত ১০ বছরে উন্নয়নের খতিয়ান যেমন থাকবে, তেমনি আগামিদিনে সরকার কী কী কাজ করতে চায়, থাককে সেই তালিকা। ইশতেহারে উল্লেখ করা হবে   কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা। 


এদিকে লোকসভা ভোটের ইশতেহার প্রকাশ করে দিয়েছে বিজেপি। পোশাকি নাম, 'সংকল্পপত্র'। দিল্লিতে নির্বাচনী ইশতেহার প্রকাশের আগে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘আজ ভারতরত্ন ডঃ বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী, আমরা তাঁকে শ্রদ্ধা জানাই। আমরা সবাই জানি যে তিনি সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াই করেছিলেন। তাঁর পথ অনুসরণ করে, বিজেপি সর্বদা সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াই করেছে'। দিল্লির ছোলে কুলচা বিক্রেতাকে ইশতেহারের একটি অনুলিপি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই ব্যবসায়ী সরকারের কাছ থেকে ঋণ নিয়েছিলেন।


আরও পড়ুন:  KMC: কলকাতার প্রথম মেয়রের শপথের শতবর্ষপূর্তি, জুটল না মালাও, অনাদরেই চিত্তরঞ্জন দাস


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)