প্রবীর চক্রবর্তী: গ্রেফতারের দাবি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। এই দাবিতে মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) দ্বারস্থ তৃণমূলের (TMC) প্রতিনিধি দল। ব্রাত্য বসুর নেতৃত্বে কুণাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, অর্জুন সিং সহ তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল রাজভবনে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সারদা কান্ডে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। এই দাবিতে পথে নেমেছে শাসকদল। ইতিমধ্যেই এই দাবিকে সামনে রেখে কলকাতা, হলদিয়া ও কাঁথিতে প্রতিবাদ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার সিজিও কমপ্লেক্সের সামনেও সভা করে। এবার মঙ্গলবার রাজভবনে রাজ্য়পালের কাছে দরবার।


প্রসঙ্গত, সারদা কাণ্ডে ধৃত সুদীপ্ত সেন দাবি করেছেন, তাঁকে ব্ল্যাকমেইল করে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। ৫০ লাখ টাকার ড্রাফট দেখিয়ে 'লাখ লাখ কোটি কোটি' টাকা নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু। আর এই অভিযোগকে ঘিরেই শাসক শিবিরের প্রশ্ন, সারদা কেলেঙ্কারিতে যদি তৃণমূল কংগ্রেসের নেতাকে সিবিআই গ্রেফতার করতে পারে, তবে সারদার কর্ণধার নিজে যখন শুভেন্দু অধিকারীর নাম করছেন, তখন তাঁকে কেন গ্রেফতার করা হবে না? তিনি বিজেপিতে আছেন বলেই কি সিবিআই হাত থেকে ছাড়পত্র পেয়ে চলেছেন?


শুধু তাই নয়, একসময় বিজেপি অফিসে স্ক্রিনে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ছবি দেখিয়ে নারদা মামলায় দিনের পর দিন তাঁর গ্রেফতারি চেয়েছে গেরুয়া শিবির। সেই শুভেন্দু অধিকারীর নাম-ই নেই নারদা মামলার এফআইআর-এ! যদিও তৃণমূলের এই সব তোপ-ই হেলায় উড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।


আরও পড়ুন, Ketugram Nurse: 'এগিয়ে যাও', কেতুগ্রামের নার্স রেণুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন মুখ্যমন্ত্রী



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)