নিজস্ব প্রতিবেদন: বুধবার ইকো পার্কে প্রাতঃভ্রমনের সময়ে আবার রাজ্য সরকারকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। এবারে পুরভোট কে সামনে রেখে সরকারকে নিশানা করলেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিলীপ ঘোষ বলেন ভোটে ফায়দা তোলার জন্য সরকার খামখেয়ালিপনা করছে। তিনি আরও বলেন যে বালিতে বিজেপির শক্তি বেশি এবং এই অঞ্চলকে হাওড়ার সঙ্গে যুক্ত করার অথবা আলাদা করার কোনওটারই দরকার ছিল না। 


আরও পড়ুন: ভারতীয় তীর্থযাত্রীদের জন্য কর্তারপুর করিডোর খোলার অনুরোধ Pakistan-র


এই ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেন তিনি। দিলীপ এও বলেন যে এই ঘটনা সুশাসকের পরিচয় নয়। পুরভোট নিয়ে মঙ্গলবার তাদের বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই বৈঠকে ম্যাক্রো ও মাইক্রো লেভেলে কোর কমিটি গঠন হয়েছে বিজেপির। বিজেপি এই নির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে বলে জানিয়েছেন দিলীপ। 


বিজেপির এই মুহূর্তে কোনও মেয়র প্রোজেক্ট নেই এমনটাই জানিয়েছেন তিনি। তৃণমূলকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন পুলিস প্রশাসনের মদত ছাড়া এ রাজ্যে তৃণমূল কোনও ভোটে জিততে পারবেনা। রাজ্য ও কলকাতা পুলিস দিয়ে ভোট কতটা অবাধ হবে তার দিকে লক্ষ্য রাখবেন বলেও জানিয়েছেন তিনি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)