সুতপা সেন: সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরিস্থিতি কংগ্রেসের। মধ্যপ্রদেশে বিজেপির কাছে পাত্তাই পায়নি হাত শিবির। রাজস্থান ও ছত্তীসগঢ়ে তখন গিয়েছে। মিজোরামে টিকে রয়েছে টিমটিম করে। হাতে রয়েছে একমাত্র তেলঙ্গানা। এরকম এক পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের ৬ ডিসেম্বররে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই বৈঠকে ডাকই পায়নি তৃণমূল কংগ্রেস। এমনটাই খবর ঘাসফুল শিবির সূত্রে। ফলে জোটের বৈঠকে তৃণমূল কংগ্রসের যোগ দিয়েও নিয়ে তৈরি হয়ে গেল ধোঁয়াশা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কংগ্রেসের পরাজয়; মানুষের নয়, ৩ রাজ্যে বিজেপির জয় নিয়ে মুখ খুললেন মমতা


তৃণমূল কংগ্রেস সূত্রে খবর এখনওপর্যন্ত ইন্ডিয়া জোটের তরফ থেকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র এসে পৌঁছয়নি তৃণমূলের কাছে। আগামী ৬ ডিসেম্বর বৈঠক। অর্থাত্ হাতে মাত্র একদিন। মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘনিষ্ঠ মহলে বলেছেন তিনি এখনওপর্যন্ত কোনও আমন্ত্রণপত্র পাননি। ফলে ইন্ডিয়া জোটের ওই বৈঠকে তৃণমূল যোগ দেবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়ে গিয়েছে।


সোমবার সকালে উত্তরবঙ্গ রওয়ান দেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। কলকাতা ছাড়ার আগে তিনি সংবাদমাধ্যমে বলেন, ইন্ডিয়া জোটের বৈঠকে কে যাবেন তা ঠিক করবেন দলনেত্রী। কিন্তু এখনও আমন্ত্রণপত্র না আসায় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দলের কেউ যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েই গেল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যা দুজনই উত্তরবঙ্গে থাকবেন। সেক্ষেত্রে আমন্ত্রণ যদি এসেও যায় তাহলে কে যাবেন তা খুব দ্রুত ঠিক করতে হবে তৃণমূল কংগ্রেসকে।


দেশের তিন রাজ্যে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। চার রাজ্যের ভোটে বিজেপির পক্ষে ফল ৩-১। ফলে ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেসের শোচনীয় পরাজয় নিয়ে কাটা ছেঁড়া হবেই। ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এখনও আমন্ত্রণ না আসায় খানিকটা বিস্মিতও ঘাসফল শিবির।


এদিকে, তিন রাজ্যে কংগ্রেসের পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর দাবি ওই পরাজয় কংগ্রেসের। মানুষের নয়। বরং বিজেপির জয় ভোট কাটাকাটির জয়। আমার বিশ্বাস ইন্ডিয়া জোট একসঙ্গে কাজ করবে। আসন সমঝোতা হলে ২০২৪ সালে  বিজেপি ক্ষমতায় আসবে না। ভোট কাটাকাটির ফলে ১২ শতাংশ ভোট নষ্ট হয়েছে। ভোট পাওয়ার ফারাক মাত্র ৩ শতাংশের। বিজেপি যেখানে পেয়েছে ৪২ শতাংশ ভোট সেখানে বিরোধীরা পেয়েছে ৩৯ শতাংশ ভোট।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)