ত্রিপুরায় গতিবিধির উপর নজরদারির অভিযোগ, `আবার যাব`, BJP-কে চ্যালেঞ্জ Kunal-এর
ভিডিয়ো শেয়ার করলেন তৃণমূল নেতা।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় তাঁর গতিবিধির উপর কড়া নজরদারি চালিয়েছে বিজেপি। এমনই অভিযোগ করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জের সুরে জানালেন, "আবার যাব"।
টুইটে কুণাল ঘোষ (Kunal Ghosh) লেখেন, "ত্রিপুরায় যতক্ষণ ছিলাম, যেখানেই যাই, একটু দূরত্ব রেখে অনুসরণ করে গেল বাইকবাহিনী। ওখানে গ্রামে তাণ্ডবের কথা শুনেছি। শহরেও নজরদারি। পিছনে থাকছে। ফোনে জানাচ্ছে কাউকে। আমার পেছনে এত সময় দেওয়ার জন্য ছেলেগুলির কত কষ্ট হল। আহা রে! ধন্যবাদ বিজেপি। আবার যাব।" একুশের বিধানসভা ভোটে এরাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। এবার ২০২৪-এর লোকসভা ভোটকে টার্গেট করেছে শাসকদল। তবে তার আগে পূর্বের রাজ্যে ত্রিপুরা জয়ের ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল। সেখানে সংগঠনকে ঢেলে জানাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির। ইতিমধ্য়ে বিপ্লব দেবের গরে ঘাঁটি গেড়েছেন একাধিক তৃণমূল নেতা।
আরও পড়ুন: Kolkata: বাড়িতে ঢুকে প্রৌঢ়ার 'শ্লীলতাহানির চেষ্টা', 'ভিডিয়োগ্রাফি', অভিযুক্ত ছেলের বন্ধুরা
আরও পড়ুন: রাতের শহরে আটক অভিনেত্রী Ishaa Saha-র গাড়ি, দায়ের মামলা
ত্রিপুরায় ঘুরে এসেছেন সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে সেখানে সরকার গঠনেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিজেপির আমলে ত্রিপুরায় গণতন্ত্র ভূ-লুণ্ঠিত হলেও অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার মানুষকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওই রাজ্য তৃণমূলের সরকার গঠিত হলে, পশ্চিমবঙ্গের সমস্ত জন কল্য়াণমূলক প্রকল্প সেখানে চালু হবে।