ওয়েব ডেস্ক: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার আর নোট বাতিলের প্রতিবাদ। CBI অফিস, কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক দফতরের সামনে অবস্থান বিক্ষোভে তৃণমূল। আজ শুরু। বুধবার পর্যন্ত চলবে দিনভর ধর্না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার। প্রতিবাদে শহরের রাস্তায় তৃণমূল।সল্টলেকের সিজিও কমপ্লেক্স। সিবিআই অফিস। গেটের ঠিক উল্টোদিকে তৃণমূলের অবস্থান মঞ্চ। নেতৃত্বে স্থানীয় বিধায়ক সুজিত বসু।হাজির সাবেক বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী-সহ তৃণমূলের অন্য নেতা-কর্মীরা। শাসকদলের অবস্থান বিক্ষোভের জেরে সিজিও কমপ্লেক্সের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিস।বন্ধ রাখা হয় সিজিও কমপ্লেক্সের একটি গেটও। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের মধ্যেই বিবাদী বাগে রিজার্ভ ব্যাঙ্কের অফিস। সামনে মঞ্চ বেঁধে অবস্থান-বিক্ষোভে তৃণমূল। মঞ্চের মূল ব্যানারে নোট বাতিলের প্রতিবাদ। নেতাদের মুখে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। ঢিল ছোঁড়া দূরত্বে মহাকরণের সামনে ১৪৪ ধারা। পাশেই রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক দফতরের সামনে শাসকদলের অবস্থান মঞ্চ। নেতারা অবশ্য বলছেন, পুলিসের অনুমতি নিয়েই তাঁরা ধর্নায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নোট বাতিলের ২ মাস, মানুষের সর্বনাশ, মোদীবাবুদের মধুমাস বললেন মমতা


সিজিও কমপ্লেক্সের সামনে তৃণমূলের প্রতিবাদ মঞ্চের ব্যানারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রসঙ্গ। রিজার্ভ ব্যাঙ্কের সামনে নেতারা মুখে রাজনৈতিক প্রতিহিংসার কথা বললেও মূল ব্যানারে শুধুই নোট বাতিলের প্রতিবাদ।রাজনৈতিক মহল বলছে, সাধারণ মানুষের সমর্থন পেতে শুধু সিজিও কমপ্লেক্সের সামনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদ নয়। নোট বাতিলের জেরে দুর্ভোগের প্রসঙ্গ টেনে ফের রিজার্ভ ব্যাঙ্কের সামনেও অবস্থানে রাজ্যের শাসকদল।সোমবার ভুবনেশ্বরে সিবিআই অফিসের সামনেও বিক্ষোভ দেখায় তৃণমূল।


আরও পড়ুন  সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন ফের নিজেদের হেফাজতে নিতে চায় CBI?