ওয়েব ডেস্ক: ভোটের মরশুমে রঙ বদলাচ্ছে তৃণমূল! ইভিএমের সঙ্গে তাল রেখে ভোট প্রচারে সামনে আনা হবে সাদা কালো প্রতীক।  জনগণের মনের কাছকাছি পৌছতে ব্যবহার করা হচ্ছে  একগুচ্ছ নতুন স্লোগান। ভোট ময়দানে আর এখন তেরঙ্গা জোড়া ফুল নয়, প্রচারে সাদা কালো প্রতীকের উপরই জোর দেবে তৃণমূল কংগ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রার্থী তালিকা ঘোষণার দিনই দলের শীর্ষ নেতৃত্বকে এমন ব্যাজ ব্যবহার করতে দেখা গিয়েছে। কিন্তু কেন এমন রং বদল? ইভিএম মেশিনে সাদা কালো প্রতীকই ব্যবহার করা হয়। ভোটের সময় প্রার্থীদের কাছে তাই সাদা কালো প্রতীক  নিয়ে যাওয়ার উপরই জোর দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। বদলা নয় বদল চাই। এই স্লোগান নিয়েই  গত বিধানসভা ভোটে জনতার দরবারে  পৌছেছিল তৃণমূল। পরিবর্তন এসেছিল রাজ্যে। এবার ভোটেও এমনই আকর্ষণীয় কিছু স্লোগান নিয়ে মানুষের কাছে পৌছতে চাইছে শাসকদল।


ভোটে নতুন স্লোগান পাঁচ বছরে তৃণমূল সরকার রাজ্যে কী কী উন্নয়ন করেছে এবার সেই খতিয়ানই  তুলে ধরেই ভোট চাইবে তৃণমূল। সেই অনুসারেই তৈরি হয়েছে ভোটের স্লোগান
উন্নয়নের জোড়া ফুল ,বারবার তৃণমূল । জোটকে কটাক্ষ করে তৃণমূলের স্লোগান, উড়ে যাবে ভাঁওতা, সাথে আছে জনতা, এবারও মমতা। বড় তত্বকথা নয় বিশেষজ্ঞদের মতে এমন স্লোগানই  সরাসরি মানুষের মনে প্রভাব ফেলে। তবে এবারের নির্বচন বৈতরণী পার করতে এই স্লোগান তৃণমূলের পালে কতটা হাওয়া জোগায়, সে উত্তর মিলবে উনিশে মে।