নিজস্ব প্রতিবেদন: সংসদে কোনও বৈঠক নেই। এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও তাঁদের ডাকা হয়নি। মঙ্গলবার দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেই কেন বুধবার তড়িঘড়ি দিল্লি গেলেন বিজেপি তিন সাংসদ? কী কারণে দিল্লি গেলেন অর্জুন সিং, সৌমিত্র খাঁ ও নিশীথ প্রামাণিকরা? এই প্রশ্নই এখন রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চার বিষয়। যার উত্তর খুঁজতে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির একাংশের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানাতেই নাকি তিন সাংসদের দিল্লি যাত্রা। তাঁদের অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনে এরাজ্যের দায়িত্বে থাকা বিজেপি নেতাদের একাংশ বেশ কিছু ভুল পদক্ষেপ নিয়েছে। ভ্রান্ত নীতি অবলম্বন করেছে। সেই নীতির কারণেই নির্বাচনে এরাজ্যে আশানুরূপ ফল করেনি বিজেপি। 


আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার খবরের জের, করোনা রিপোর্টের জালিয়াতি রুখতে তৎপর স্বাস্থ্য দফতর


আরও পড়ুন: গ্যাংস্টারের ব্যাগেই লুকিয়ে পাক-যোগ! গা শিউরে উঠবে Newtown Encounter-এর ভিতরের তথ্যে


বুধবার তিন সাংসদ দিল্লি যাওয়ায় রাজনৈতিক মহলের একাংশের অনুমান ছিল, ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানাতে দিল্লি গিয়েছেন তাঁরা।  তবে রাজধানীর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, রাজ্য নেতৃত্বের একাংশের বিষয়ে অভিযোগ জানাতে, ইতিমধ্যে বিজেপি সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করতে চেয়েছেন রাজ্যের তিন সাংসদ। এরাজ্যের ভোটের দায়িত্বে থাকা অন্যান্য কেন্দ্রীয় নেতাদের কাছেও নাকি সময় চেয়েছেন তাঁরা। এখানেই শেষ নয়, সূত্রের খবর তিন সাংসদকে দিল্লিতে যেতে বলেছিলেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।