ওয়েব ডেস্ক: শীতের ব্যাটিং গড় এবার কার্যত চোদ্দোয় আটকে। মাঝে একবার শুধু বারো। তা বাদ দিলে, মূলত চোদ্দোর ঘরেই ঘোরাফেরা করছে শীত। আজও সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তা এক ডিগ্রি বেড়েছে। এবার প্রথম থেকেই চালিয়ে ব্যাট করছে শীত। ঠান্ডা রয়েছে। তবে কনকনে, হাড়কাঁপানো ঠান্ডা বলতে যা বোঝায়, তা এখনও সেভাবে অনুভূত হয়নি। বড়দিন আসতে চললেও, সেই আক্ষেপ তাই রয়েই গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ‘এগলেস চকোলেট কেক’ তৈরির সবথেকে সহজ পদ্ধতিটা শিখে নিন


অন্যদিকে, আয়কর হানা, গড়িয়াহাটে এক নামী সোনার দোকানে। ম্যারাথন তল্লাসি আয়কর বিভাগের কর্তাদের। গতকাল দুপুর থেকেই শুরু হয় অভিযান। টানা চলে রাতভর। কিছু কি উদ্ধার হল? কালো টাকা উদ্ধারেই কি অভিযান? এই সমস্ত প্রশ্নের অবশ্য কোনও জবাব এখনও মেলেনি। আদৌ আয়কর দফতরের এই হানার সঙ্গে কালো-টাকা যোগ রয়েছে কিনা, তাও এখনও স্পষ্ট নয়।


আরও পড়ুন শিখে নিন কীভাবে বাড়িতে সহজেই তৈরি করবেন ‘তন্দুরি চিকেন’