ওয়েব ডেস্ক: আজ ভাইফোঁটা। দাদা কিম্বা ভাইয়েদের মঙ্গল কামনায় ফোঁটা দেবেন বোনেরা। তারপর পেটপুরে খাওয়া দাওয়া। ভাইফোঁটার এই উত্‍সবের আগে বাজার একটু চড়া। সামান্য বেড়েছে মাছের দাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এই ১০ বোন যদি ওই ১০ জনকে ভাইফোঁটা দিতেন তাহলে পৃথিবীতে মুষলধারায় শান্তি আসতো!


লেকমার্কেটে কই মাছ বিকোচ্ছে কেজিপ্রতি চারশো টাকায়। গোটা কাতলা কেজিতে ২৪০ টাকা। আর কাটা কাতলা কেজি প্রতি ৩০০ টাকা। পার্শে মাছ সাড়ে পাঁচশো টাকা কেজি। পমফ্রেট ৫০০ টাকা কেজি। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিকোচ্ছে কেজি প্রতি ৬০০ টাকায়। বড় হলে তো কথাই নেই। আজ বাগদা চিংড়ির দাম ৭০০ টাকা কেজি। আর চাপড়া চিংড়ি ৪৫০ থেকে ৫০০ টাকা প্রতি কেজি। গুরজালি ৭০০ টাকা প্রতি কেজি।


আরও পড়ুন ভাইফোঁটায় কোন বাজারে মাছ এবং সবজির দাম কত জানুন