বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের শেষ দিন আজ
আজ বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের শেষ দিন। কোন ক্ষেত্রে কত লগ্নি, কতগুলি মউ স্বাক্ষর হবে, সেই ঘোষণা হওয়ার সম্ভাবনা আজই। নিজেদের মধ্যেও বৈঠক করবেন শিল্পপতিরা। বস্ত্র-শক্তি ও খনি শিল্প নিয়ে আলোচনার সম্ভাবনা। আজও শিল্পমহলের সামনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগের সেরা গন্তব্য বাংলা। এই দাবি নিয়েই গতকাল দুদিনের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী। ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ অম্বানি থেকে এসেল গ্রুপের ড. সুভাষ চন্দ্র সহ তাবড় শিল্পপতিরা। রাজ্যে শিল্পের পরিবেশ নেই। এই অভিযোগ উড়িয়ে সরকারের হয়ে ব্যাট ধরেন দেশের প্রথম সারির এই শিল্পপতিরা। তাঁদের সার্টিফিকেট, গত সাড়ে ৪ বছরে রাজ্যে শিল্পায়নে গতি এসেছে। বুঝিয়ে দেওয়া হয়, এ রাজ্যে লগ্নির পরিবেশে আস্থা রাখছেন তাঁরা।
ওয়েব ডেস্ক: আজ বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের শেষ দিন। কোন ক্ষেত্রে কত লগ্নি, কতগুলি মউ স্বাক্ষর হবে, সেই ঘোষণা হওয়ার সম্ভাবনা আজই। নিজেদের মধ্যেও বৈঠক করবেন শিল্পপতিরা। বস্ত্র-শক্তি ও খনি শিল্প নিয়ে আলোচনার সম্ভাবনা। আজও শিল্পমহলের সামনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগের সেরা গন্তব্য বাংলা। এই দাবি নিয়েই গতকাল দুদিনের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী। ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ অম্বানি থেকে এসেল গ্রুপের ড. সুভাষ চন্দ্র সহ তাবড় শিল্পপতিরা। রাজ্যে শিল্পের পরিবেশ নেই। এই অভিযোগ উড়িয়ে সরকারের হয়ে ব্যাট ধরেন দেশের প্রথম সারির এই শিল্পপতিরা। তাঁদের সার্টিফিকেট, গত সাড়ে ৪ বছরে রাজ্যে শিল্পায়নে গতি এসেছে। বুঝিয়ে দেওয়া হয়, এ রাজ্যে লগ্নির পরিবেশে আস্থা রাখছেন তাঁরা।