ওয়েব ডেস্ক: সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে আজ বেলা একটায় পুলিসের সঙ্গে বৈঠক । সূত্রের খবর, কাল গভীর রাতে NRS (নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল) হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে নেন। তাঁদের নিরাপত্তার আশ্বাস দেন দুই চিকিত্‍সক নেতা নির্মল মাজি ও শান্তনু সেন। কর্মরত জুনিয়র ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতেই পুলিসের সঙ্গে এই বৈঠকের কথা জানান হয়।


নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ধমক খেলেন বেশ কয়েকটি দফতরের মন্ত্রীরা!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, গতকাল, রোগীর পরিবারের হাতে মার খাওয়ার অভিযোগে কাজ বন্ধ করে দেন NRS- (নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল) এর জুনিয়র ডাক্তাররা। সমস্যায় পড়েন রোগীরা।