ওয়েব ডেস্ক: আজ পঞ্চমী। রাত পোহালেই দেবীর বোধন। তৃতীয়া, চতুর্থীতেই প্রায় সব পুজোরই উদ্বোধন হয়ে গিয়েছে। বাকি যেগুলি রয়েছে, সেগুলিতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সন্ধ্যার মধ্যেই সব প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন উদ্যোক্তারা। কারণ চতুর্থী রাতের ভিড় বুঝিয়ে দিয়েছে পঞ্চমীতেও ঢল নামবে শহরের পথে। মণ্ডপে মণ্ডপে লাইন পড়বে দর্শনার্থীদের। গোটা কলকাতাটাই তো এখন উত্সবের মেজাজে।


আরও পড়ুন- পুজোর চারদিন কী বৃষ্টি হবে?কী বলছে হাওয়া অফিস


শুধু শহর নয় বিভিন্ন জেলাতেও পুজোর প্রস্তুতি শেষ। বোধনের অপেক্ষা।  বর্ধমান জেলার পুজোয় এবার বেশ কিছু চমক রয়েছে। হাওড়া, উত্ত২৪ পরগণার বেশ কিছু পুজো তো কলকাতাকে টেক্কা দেওয়ার দাবি তুলছে। পিছিয়ে নেই হুগলি, নদিয়ার পুজোও।


আরও পড়ুন-শারদীয়া ২০১৬


সরকারী অফিসে ছুটি পড়ে গিয়েছে। বেসরকারী অফিসগুলিতেও ছুটির মেজাজ। এদিকে প্যান্ডেলে ঠাকুর, রাস্তায় আলো। আর কী চাই! লেটস পুজো বাঙলা।