নিজস্ব প্রতিবেদন:  পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে আজ তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক। জাতীয় গ্রন্থাগারের কাছে উত্তীর্ণ ভবনে ওই বৈঠক হওয়ার কথা। প্রত্যেক জেলার তৃণমূল সভাপতি, ব্লক সভাপতি, সাংসদ, বিধায়কদের বৈঠকে থাকতে বলা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মাসের শেষে বাজেট পেশ, তাকিয়ে বাংলা


তৃণমূল সূত্রে খবর, বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের গাইডলাইন দেওয়া হবে। ভাঙড়, বাসন্তীর মতো জায়গায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে কড়া অবস্থান নেওয়া হতে পারে বৈঠকে। বিজেপির সঙ্গে সরাসরি সংঘর্ষে না গিয়ে কীভাবে রাজনৈতিক মোকাবিলা করা যায়, সেবিষয়েও আলোচনার সম্ভাবনা। পঞ্চায়েত ভোটে বিজেপিকে ব্লক থেকে রাজ্য স্তরে এক ইঞ্চি জায়গা ছাড়া যাবে না বলে নির্দেশ দেওয়া হবে দলীয় নেতাকর্মীদের।


আরও পড়ুন: মায়ের কোলে গলা জড়িয়ে ঘুমের মধ্যেই মৃত্যু ছোট্ট দেবের!


রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন প্রকল্পে গ্রামের মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন, বাড়ি বাড়ি সেই তথ্য পৌছে দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বৈঠকে। গোষ্ঠীদ্বন্দ্ব সরিয়ে রেখে একশোয় একশো মার্কস তোলার টার্গেট দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।