নিজস্ব প্রতিবেদন: গ্ল্যামারেও এবার তৃণমূলকে টেক্কা দিতে চলেছে বিজেপি। বৃহস্পতিবার এক ঝাঁক টলি ও টেলি তারকা যোগ দিলেন বিজেপিতে। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সদস্যপদ নিলেন পার্নো মিত্র, কাঞ্চনা মৈত্র ও ঋষি কৌশিকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে পরিবর্তনের জমানায় টলি তারকাদের দেখা যেত তৃণমূলের সভা-সমাবেশে। লোকসভা ভোটের পর টলিউডেও তৃণমূলের একাধিপত্যে ভাঙন ধরাল গেরুয়া শিবির।       


       


দল বেঁধে বিজেপিতে যোগ দিলেন এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী পার্নো মিত্র, অঞ্জনা বসু, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, অরিন্দম হালদার (লামা)। অঞ্জনা বসু অবশ্য আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন যোগ দিয়েছেন ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্রের মতো পরিচিত মুখও। 



বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়,'সাহস করে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন ওনারা। বাংলায় যে পরিস্থিতি চলছে, তার পরিবর্তন চাইছেন সকলেই। আগামী দিনে আরও বহু মানুষ যোগ দেবেন বিজেপিতে'।            


আরও পড়ুন- ভিডিয়ো: রাস্তায় হনুমান চালিশা পাঠ, পুলিস-জনতা হাতাহাতি হাওড়ায়