নিজস্ব প্রতিবেদন : এবার আরজি করে করোনা আতঙ্ক। এক চিকিৎসকের শরীরে নোভেল করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কার খবর মিলতেই, ৯ জন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠাল হাসাপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার কার্ডিওলজি বিভাগের ওই চিকিৎসকের শরীরে করোনার সংক্রমণের আশঙ্কার খবর মেলে। তারপরই তাঁর সংস্পর্শে আসা ৯ জন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আরজিকর সূত্রে খবর, ওই চিকিৎসক সহ মোট ৬ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরজি কর সূত্রে জানা যাচ্ছে, কার্ডিওলজি বিভাগের ওই চিকিৎসক ছাড়াও এক নার্স এবং এক ওয়ার্ড বয়ের শরীরে করোনার সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও স্বাস্থ্যভবন বা কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য মেলেনি। সূত্রের খবর, ১৮ এপ্রিল আরজি কর হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি এক রোগীর মৃত্যু হয়। ওই রোগীর মৃত্যুকে কেন্দ্র করেই আশঙ্কা ছড়িয়ে পড়ে। ওই রোগীর শরীরে একাধিক করোনা উপসর্গ ছিল। তাঁর মৃত্যুর পরই বিভিন্ন জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। তখনই ওই চিকিৎসকের শরীরে করোনা সংক্রমণের আশঙ্কার খবর মেলে। 


এদিকে, বুধবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইডেন বিল্ডিংয়ের প্রসূতি বিভাগের লেবার ওটি-র চতুর্থ শ্রেণির কর্মীর শরীরে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে বলে খবর। গার্ডেনরিচ হাসপাতালের এক কর্মীর শরীরেও সংক্রমণ মিলেছে বলে মঙ্গলবার রাতের খবর। পাশাপাশি, মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ ফর্টিস হাসপাতালে ৮৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। বেশকিছু দিন ধরে নানা শারীরিক সমস্যায় চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর শরীরেও করোনার সংক্রমণ মিলেছে বলে খবর।


আরও পড়ুন, সুস্থ-সুন্দর পরিবেশ ও করোনামুক্ত 'আর্থ' গড়তে একসঙ্গে কাজ করার ডাক মুখ্যমন্ত্রীর