নিজস্ব প্রতিবেদন:  সরিয়ে দেওয়া হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের বিতর্কিত সুপার ও ভাইস প্রেসিডেন্ট ড, দেবদাস সাহাকে। তবে তাঁর বদলির কারণ সম্পর্কে এখনও সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



গত ২৫ এপ্রিল তিনি একটি বিতর্কিত নির্দেশিকা জারি করেছিলেন ।



  তাতে লেখা ছিল, করোনায় মৃত্যু হলেও কোন মতেই করোনার কথা উল্লেখ করা যাবে না। বরঞ্চ মৃত্যুর কারণ হিসেবে স্বাভাবিক কারণ দেখাতে হবে। এই নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। এই নির্দেশিকাকে হাতিয়ার করেই প্রতিবাদে সোচ্চার হন অধীর চৌধুরী, বাবুল সুপ্রিয়রা। এমনকি আদালতে যাওয়ারও হুমকি দেন বাবুল। রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এরকম কোনও নির্দেশিকা প্রশাসনের তরফে জারি করা হয়নি।  রাজ্যের তরফে বলা হয়েছে, একটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রের যাবতীয় নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে। বিশিষ্ট চিকিত্সকের বদলির পিছনে এই বিতর্ক রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা ।