সিঁথি থানায় প্রৌঢ়র মৃত্যু ঘিরে ধুন্ধমার, তৃণমূল ও বিজেপির তুলকালাম এলাকায়
তৃণমূলের তরফ থেকে অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে মারধরের দাবি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: থানার মধ্যে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার। সিঁথি থানার সামনেই তৃণমূল ও বিজেপির মধ্যে তুলকালাম। ভাঙচুর গাড়িও। বিজেপির অভিযোগ, লাঠি রড দিয়ে বিজেপি নেতা ও কর্মীদের মারধর করা হয়েছে। রাতেই বিজেপির আক্রান্তরা মেডিক্যাল কলেজে চিকিত্সার জন্য যান। তৃণমূলের তরফ থেকে অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে মারধরের দাবি করা হয়েছে।
আরও পড়ুন: তরতরিয়ে নামছে পারদ, ভরা মাঘেও শীতের দুরন্ত ইনিংস
ঘটনার সূত্রপাত, গতকাল সকাল এগারোটা নাগাদ। চুরির অভিযোগ সিঁথি থানায় নিয়ে আসা হয় কাগজকুড়ানি আশুরা বিবি ও বাহান্ন বছরের রাজকুমার সাউকে। রাজকুমারের পরিবারের অভিযোগ, থানায় মারধর করা হয় তাঁকে। সন্ধে ছটা নাগাদ বাড়িতে রাজকুমারের মৃত্যুর খবর দেওয়া হয়। এরপরেই দফায় দফায় থানার সামনে উত্তেজনা ছড়ায়। কিন্তু এতে তৃণমূল ও বিজেপি কীভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে।