Nabojowar Yatra: লোকসভার আগে ফের ময়দানে `নবজোয়ার`? ফের জনসংযোগে তৃণমূল!
পঞ্চায়েতের আগে নবজোয়ার কর্মসূচী সেরে সংগঠন মজবুত হয়েছে, দাবি শাসক দলের। তাই ফের জনসংযোগে নবজোয়ার যাত্রা শুরু হতে পারে। দলের অন্দরের খবর, প্রস্তুতি শুরু হয়েছে সেই যাত্রার।
প্রবীর চক্রবর্তী: লোকসভার আগে ফের ময়দানে 'নবজোয়ার'? সূত্রের খবর পুজো মিটলেই ফের জনসংযোগ কর্মসূচী শুরু করতে চলেছে শাসক দল। হাতে থাকছে পঞ্চায়েতের তিন মাসের রিপোর্ট কার্ড। লক্ষ্য থাকবে জানার চেষ্টা করা লোকসভার আগে কী চাইছে জনতা। প্রার্থী নিয়ে মতামত গ্রহণ করাও হতে পারে বলে জানা গিয়েছে।
পঞ্চায়েতের আগে নবজোয়ার কর্মসূচী সেরে সংগঠন মজবুত হয়েছে, দাবি শাসক দলের। তাই ফের জনসংযোগে নবজোয়ার যাত্রা শুরু হতে পারে। দলের অন্দরের খবর, প্রস্তুতি শুরু হয়েছে সেই যাত্রার।
আরও পড়ুন: Kolkata News: আগেই ইঙ্গিত দিয়েছিলেন, কেষ্টপুরে লোহার ব্রিজ থেকে খালে ঝাঁপ যুবকের
পঞ্চায়েত ভোটের আগে ৫১ দিনের নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সেই নবজোয়ার যাত্রায় উঠে এসেছিল পঞ্চায়েত ভোটের আগে দলের নানা সমীকরণ। ত্রি-স্তরীয় পঞ্চায়েত ভোটের প্রার্থী খুঁজে বার করা হয়েছিল সেখানে।
সূত্রের খবর নবজোয়ার যাত্রা হবে পাহাড় থেকে সাগর লক্ষ্য রেখে। রাজ্যের ৪২ লোকসভা আসন জুড়েই চলবে এই জনসংযোগ কর্মসূচী। কেমন হবে দিল্লিতে বাংলার জনগণের হয়ে আওয়াজ তোলার প্রতিনিধি, সেই মতামত জনগণের থেকে নেবেন অভিষেক বন্দোপাধ্যায়।
এর পাশাপাশি পঞ্চায়েত বোর্ড গঠনের তিন মাস পেরিয়ে যাবে। ফলে নবজোয়ার যাত্রা থেকে মিলবে রিপোর্ট কার্ড। নির্বাচিত প্রতিনিধি কতটা প্রত্যাশা পূরণ করতে পারলেন সেটা ঝালিয়ে নেওয়া হবে এই যাত্রায়।
এর পাশাপাশি নবজোয়ার ২-এ হতে চলেছে বেশি করে রোড শো। পায়ে হেঁটে লোকসভা ভিত্তিক রিপোর্ট তৈরি হতে পারে। তবে সাংগঠনিক প্রতিনিধিদের নিয়েও অধিবেশন হতে পারে। সেই অধিবেশনে ফের শোনা হবে বুথ স্তরের প্রতিনিধিদের বক্তব্য।
তৃণমূল কংগ্রেস মনে করছে বুথ যার, ভোট তার। নবজোয়ার যাত্রা-১ সফল হয়েছে। এবার সেই পথ ধরেই নবজোয়ারে ফের আস্থা রাখতে চায় শাসক দল।
রোড শো করলে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, সবার মতামত বোঝা যায়, তাই রাস্তাই রাস্তা দেখাবে এই স্লোগান নিয়ে ফের ময়দানে নামতে চলেছে নবজোয়ার যাত্রা ২।