নিজস্ব প্রতিবেদন:  শিয়ালদা উড়ালপুল থেকে ট্রামলাইন তুলে দিতে হবে পুরোপুরি। স্বাস্থ্য পরীক্ষার পর নবান্নে রিপোর্ট জমা দিল ব্রিজ অ্যাডভাইজরি কমিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শিয়ালদা উড়ালপুলের বহন ক্ষমতা কমেছে। তাই ট্রামলাইন পুরোপুরি তুলে দিতে হবে। পাশাপাশি, পিচের মোট পলেস্তরা তুলে ফেলতে হবে। বসাতে হবে এক ইঞ্চির মধ্যে আধুনিক পলেস্তরা। রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে খবর।


ফের আসানসোলে গণপিটুনিতে মৃত্যু, বিল এনেও 'ব্যর্থ' সরকার!


প্রসঙ্গত, শিয়ালদা উড়ালপুলের ১০০ মিটার অংশ জুড়ে  স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হয় ১৫ অগাস্ট। তিনদিন বন্ধ ছিল ওই উড়ালপুল। বিভিন্ন ওজনের গাড়ি দাঁড় করিয়ে চলে স্বাস্থ্য পরীক্ষা। ৯টি সেন্সর লাগানো হয়। শুধু শিয়ালদা উড়ালপুলই নয়, মাঝেরহাটে দুর্ঘটনার পর থেকেই রাজ্য সরকার বিভিন্ন  উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে। 


ইতিমধ্যেই হাওড়ার বঙ্কিম সেতু–সহ ইতিমধ্যেই বেশ কিছু সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে। ‌‌