নিজস্ব প্রতিবেদন:  বোধহয় কোনও যন্ত্রপাতি আনেনি ওরা। তাই উল্টোদিকে থাকা মাংসের দোকানের মুরগি কাটার বঁটি নিয়েই চলে অপারেশন। প্রথমে সিসিটিভি বিকল, পরে এটিএম ভাঙার আপ্রাণ প্রয়াস। কিন্তু ব্যর্থ হয় সব প্ল্যানই। অতঃপর, এটিএম লুঠ করতে এসে মুরগি নিয়েই চম্পট দিল দুষ্কৃতীরা। গোটা বিষয়ে পুলিসের মতো হতবাক পাটুলির বাসিন্দারাও।


আরও পড়ুন: কলিংবেল বাজিয়ে ভিতরে ঢুকল ওরা, গৃহবধূকে বাথরুমে আটকেই চলল অপারেশন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এটিএম লুঠের অনেক ঘটনা শোনা যায়। কিন্তু যখন প্রথম ফোনটি যায় পাটুলি থানায়, তখন বোধহয় মুচকি হেসেছিল পুলিসও। ফোনে বলা হয়, এটিএম লুঠের চেষ্টা হয়েছে কিন্তু তা না পেরে মুরগি নিয়ে পালিয়েছে চোর। তখনও বিষয়টি অস্পষ্ট ছিল পুলিসের কাছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখা গেল আসল ঘটনা।


পাটুলির এন ব্লকের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের ঠিক উল্টোদিকেই ছিল মুরগির দোকান। ওই দোকানেরই ক্যাশবাক্স ভেঙে বঁটি নিয়ে প্রথমে সিসিটিভি বিকল করে  দুষ্কৃতীরা। পরে এটিএম ভাঙার চেষ্টা করে। কিন্তু তা না পেরে, ছ’টি মুরগি নিয়ে পালায় তারা। খোয়া যায় দোকানের হিসাব রাখার খাতাও।


আরও পড়ুন: ইট ভেবে ধরতে গিয়ে উড়ে গেল পুলিসকর্তার হাত, রামনবমীর মিছিল ঘিরে ভয়ঙ্করকাণ্ড রানিগঞ্জে


স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় একটি নির্মীয়মান বহুতল দুষ্কৃতীদের আখড়া। প্রতিদিনই সেখানে মদের আসর বসে। ওই এটিএম-এ কোনও নিরাপত্তারক্ষী ছিল না বলেই টার্গেট করেছিল দুষ্কৃতীরা। এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।