`ভাসান গীত` টুম্পার `লালিকা`য় কাত কেতাধারী কমরেডরা
মৌমিতা চক্রবর্তী
মৌমিতা চক্রবর্তী
'টুম্পা, তোকে নিয়ে ব্রিগেড যাব। চেনা ফ্ল্যাগে মাঠ সাজাবো।' শব্দের অদলবদল করে 'টুম্পা'ই এখন বাম ব্রিগেডের প্রচার-অস্ত্র। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা রীতিমতো ভাইরাল। গানটি শেয়ার করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও। এ গান হিট শুধু নয়, বাম্পার হিট!
একটি ওয়েব সিরিজের 'টুম্পা' গান এখন রীতিমতো দাপাচ্ছে বাংলার অলিগলি। এমন 'ভাসান গান'-র প্যারোডিই হয়ে উঠেছে বাম ব্রিগেডের প্রচার-মন্ত্র। গান লিখেছেন রাহুল পাল। গেয়েছেন নীলব্জ নিয়োগী। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি প্রকাশিত হতেই নেতাদের কেউ কেউ ভ্রু কুঁচকেছিলেন। বঙ্গ সংস্কৃতি বলেও তো একটা বস্তু আছে! তার উপরে এই ভোটের বাজারে বাংলার সংস্কৃতির ধারক-বাহক কারা তা নিয়ে জোড়া ও পদ্মফুলের মধ্যে রীতিমতো দক্ষযজ্ঞ বেধেছে। তখন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের দলের উত্তরসূরীদের 'চটুল সংস্কৃতি'তে গা ভাসানো ঠিক মেনে নিতে পারছেন না অনেকেই। সূর্যকান্ত মিশ্রের প্রোফাইলে সেই অনুযোগের আভাস মিলেছে। তবে নেতারা বলছেন,'আদ্যিকালের স্লোগান দিয়ে তো আর আধুনিক প্রজন্মের কাছে পৌঁছনো যায় না। ওসব অপসংস্কৃতি! এই নাক উঁচু ভাব দেখিয়ে আর কতদিন ভাবের ঘরে চুরি? হয়তো তাই প্যারোডি গান শেয়ার করেছেন সিপিএমের রাজ্য সম্পাদকও। নতুন প্রজন্মের ভালো লাগছে, ভালো লাগছে আম জনতারও। জনতার ভালো লাগাকে আর কতদিন উপেক্ষা?
বাংলায় প্যারোডির সংস্কৃতি নতুন নয়। দ্বিজেন্দ্রলাল রায় তো বটেই, রবীন্দ্রনাথও প্যারোডি রচনা করেছেন। কবিগুরু এই ধরনের প্যারোডির নামকরণ করেছিলেন 'লালিকা।' গোবিন্দচন্দ্র রায় 'ভারতবিলাপ' কবিতায় লিখেছিলেন,'কতকাল পরে, বল ভারত রে! দুখ-সাগর সাঁতারি পার হবে।' তাই-ই রবীন্দ্রনাথ লিখলেন,'কত কাল রবে বল’ ভারত রে, শুধু ডাল ভাত জল পথ্য ক’রে। দেশে অন্নজলের হল ঘোর অনট, ধর হুইস্কি-সোডা আর মুর্গি-মটন। যাও ঠাকুর চৈতন-চুট্কি নিয়া, এস’ দাড়ি নাড়ি কলিমদ্দি মিয়া।'
নীতি থাকুক। আদর্শও থাকুক। থাকুক অনুশাসনের বাঁধনটাও। কিন্তু শ্রেণি সংগ্রামে শ্রেণির পছন্দটাও তো জরুরি। খেটে খাওয়া 'সাব অ্যাল্টার্ন' শ্রেণির ফোনে যে টুম্পা সোনাও বাজছে। তাই বোধহয় এবার ব্রিগেডের মাঠে টুম্পার প্রেমে কাত হলেন কেতাধারী কমরেডরাও।